এদিন দুর্গাপুরে এসে প্রথমেই তিনি যান বিমল দাশগুপ্ত ভবনে। সেখানে দলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ তোলেন, তাদের মিছিলে হামলা চালানো হয়েছে। কিন্তু আরজি কর কাণ্ডের এই প্রতিবাদ চলবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাম নেত্রী। একইসঙ্গে মিছিলে হামলা চালানো নিয়ে পুলিশের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন: হাত বদল হচ্ছে ব্যাগের, দৌড়ল পুলিশ! হাতেনাতে ধরতেই যা বেরল ব্যাগ থেকে, আঁতকে উঠল বর্ধমান
advertisement
অন্যদিকে দুর্গাপুরে বিমল দাশগুপ্ত ভবন থেকে বেরিয়ে মীনাক্ষী যান আসানসোলে। সেখানে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বামেদের তরফ থেকে একটি অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকে এই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মীনাক্ষী। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। একইসঙ্গে তিনি বলেন, শুধু আরজি কর নয়, নারী নিগ্রহের ঘটনা বিভিন্ন জায়গায় চলছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরের পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর। বামেদের মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। তার মধ্যেই দুর্গাপুরের বাম কার্যালয়ে হাজির হয়েছিলেন বাম নেত্রী। সেখান থেকে বুধবারের ঘটনা তীব্র সমালোচনা করেছেন মীনাক্ষী। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও।
—- নয়ন ঘোষ