আরও পড়ুন: News18-এর বুথফেরত সমীক্ষায় বিহারে এগিয়ে এনডিএ, কটি আসন পেতে পারে মহাগঠবন্ধন?
সেলিম সেখের স্ত্রী মেমেরা বিবি জানান, তাঁর সঙ্গে গতকাল অর্থাৎ সোমবার বিকেল নাগাদ ফোনে কথা হয়েছিল। সেলিম সেখের তখন পর্যন্ত সব ঠিকই ছিল। তারপরে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। আর ভোর রাতেই আসে মৃত্যুর খবর। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কার্যত ভেঙে পড়েছেন তিন সন্তানের জননী মেমেরা বিবি-সহ পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: ইসলামাবাদে আদালতের বাইরে বড়সড় বি*স্ফো*রণে নিহত ৯, আহত বহু! বাড়তে পারে হতাহতের সংখ্যা
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেলিম সেখ ছিলেন পরিবারের অন্যতম অন্য অর্থ উপার্জনকারী। শ্রমিকের কাজ ছিল তার পেশা।তার রোজগারেই চলত পরিবার তার অকাল প্রয়াণে পরিবারের ভবিষ্যত কার্যত হুমকির মুখে। সেলিম সেখের মরদেহ বাড়ি নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, রেলে কাটা পড়েই তার আকস্মিক মৃত্যু হয়। তবে আগামী দিনে কিভাবে সংসার চালাবেন পরিবারের সন্তান নিয়ে তা ভেবেই দিশাহারা পরিবারের সদস্যরা ।






