এদিন দুপুরে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে ছিলেন বিয়ার থেকে আসা প্রতিমা কুমারী মাঝি ও মালতী কুমারী মাঝি। পেটের দায়ে তাঁরা বাংলার ইটভাটায় কাজ করতে এসেছিলেন। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নন্দগ্রাম এলাকার একটি ইটভাটাতে কাজ করতেন তাঁরা। এক সহকর্মী জানিয়েছেন, ইটভাটার পাশ দিয়ে বয়ে চলা নদীতে স্নান ও জামা কাপড় কাচার জন্য ওখানকার শ্রমিকদের মধ্যে অনেকেই নেমেছিলেন। মোট সাতজন ছিলেন। কিন্তু হঠাৎই প্রতিমা ও মালতী তলিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। দুপুর দুটো নাগাদ বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা নিখোঁজ ওই দুই তরুনীর খোঁজে নদীতে নামেন। দীর্ঘক্ষণ ধরে জলের মধ্যে চলে তল্লাশি। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ তরুণীদের কোনও খোঁজ মেলেনি।
বনোয়ারীলাল চৌধুরী