আরও পড়ুন: বাইকের মুখোমুখি ভ্যানো, ঘটনাস্থলেই শেষ দুই তাজা প্রাণ
আড়াই মাস আগে শেষবার বাড়ি এসেছিলেন। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আফজাল কেরালায় একাই থাকতেন। প্রায় পনেরো বছর ধরে সেখানে শ্রমিকের কাজ করছেন। তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে সবাই জলঙ্গিতে থাকেন। মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছতেই সকলে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কেরালা থেকে দেহ ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার। গত সপ্তাহেও মুর্শিদাবাদ জেলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর হয়। ডোমকল থানার ঘোড়ামারা পূর্বপাড়া এলাকার বাসিন্দা বছর ৩৮-এর মাফিকুল মণ্ডল আট বছর ধরে দিল্লিতে রিক্সা চালকের কাজ করতেন। স্ত্রী ও সন্তানরাও সেখানেই থাকতেন। মাঝে মধ্যে তাঁরা আসতেন ডোমকলের বাড়িতে। মৃত্যুর ১৩ দিন আগে ডোমকলের বাড়ি থেকে দিল্লিতে কাজে ফিরে যান মাফিকুল। গত শনিবার সন্ধেয় অসুস্থ হয়ে পরে তিনি। পরিবারের লোকজন তাঁকে দিল্লির স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয়।
কৌশিক অধিকারী