Murshidabad News: বাইকের মুখোমুখি ভ্যানো, ঘটনাস্থলেই শেষ দুই তাজা প্রাণ
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাবলাবোনার কাছে হঠাৎ করেই তাঁদের বাইকের সামনে চলে আসে একটি মটর চালিত ভ্যান (ভ্যানো)। মুখোমুখি সংঘর্ষ হয় বাইক ও ভ্যানের। তাতেই গুরুতর আহত হন ওই দুই বাইক আরোহী
মুর্শিদাবাদ: বাড়ি ফেরার সময় মোটরবাইক ও মটর চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। ডোমকলের এই ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় মৃতদের নাম মিনাজ উদ্দিন শেখ ও জাহিদ আনোয়ার মোস্তাফা।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার বাবলাবোনা এলাকায়। মিনাজ উদ্দিন ও জাহিদ আনোয়ারের বাড়ি জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, জলঙ্গির এই দুই বাসিন্দা ব্যক্তিগত কাজে বাইকে করে ডোমকলে এসেছিলেন। সেখান থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাবলাবোনার কাছে হঠাৎ করেই তাঁদের বাইকের সামনে চলে আসে একটি মটর চালিত ভ্যান (ভ্যানো)। মুখোমুখি সংঘর্ষ হয় বাইক ও ভ্যানের। তাতেই গুরুতর আহত হন ওই দুই বাইক আরোহী। স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে এসে তাঁদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে মিনাজ উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর জাহিদ আনোয়ার মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুরা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শত্রু মারফত জানা গিয়েছে, বহরমপুরে নিয়ে যাওয়ার সময় পথেই জাহিদ আনোয়ারের মৃত্যু হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠায়। সোমবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 11, 2023 1:48 PM IST








