TRENDING:

Nandigram: 'ভোটারদের ভয় দেখাতে নাটক করছেন', মমতাকে পাল্টা আক্রমণ শুভেন্দুর

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে যখন বয়ালের বুথের চারপাশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, তখন কয়েক কিলোমিটার দূরে নিজের ভাড়া বাড়ির অফিসেই বসে খোঁজখবর রাখছিলেন শুভেন্দু অধিকারী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

বয়ালের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'সাড়ে তিনশো বুথের মধ্যে একটা বুথে গিয়ে বসে আছেন৷ প্রার্থীরা বুথে বুথে ঘোরেন, অফিসে বসে খবর নেন৷ উনি একটা বুথেই বসে থাকলেন কেন? ভোটারদের ভয় দেখিয়ে নাটক করলেন৷ যখন উনি ওই বুথে পৌঁছলেন তখনও ৪৩ জন ভোটার লাইনে ছিলেন৷' বয়ালের ওই বুথে গিয়ে ছাপ্পাভোটের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ সেই অভিযোগ খারিজ করে দিয়ে শুভেন্দু বলেন, 'আমিও তো ঘুরছি৷ নির্বাচন কমিশনের উচিত ছিল পাঁচ মিনিটের মধ্যে ওনাকে ওখান থেকে বের করে দেওয়া৷ অভিযোগ জানানোর তো পদ্ধতি আছে৷ ওনার যে ই মেল করার লোকও নেই, অফিস নেই, এত দুরবস্থা আমি জানতাম না৷ এবারে যে পদ্ধতিতে ভোট হয়েছে তাতে ছাপ্পা ভোটের সুযোগ আছে বলে আমি মনে করি না৷ এ সব বলে উনি নন্দীগ্রামের ভোটারদের অপমান করছেন৷ '

advertisement

তৃণমূলনেত্রীকে তাঁর আরও কটাক্ষ, 'সকাল ৬টা থেকে মক পোলিং শুরু হয়েছে৷ ৭টা থেকে ভোট গ্রহণ চলছে৷ আর উনি বিকেল বেলা ঘুরতে বেরিয়েছেন৷ এবার আপনারাই বুঝে নিন৷ জয় শ্রীরাম হয়ে গিয়েছে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে যখন বয়ালের বুথের চারপাশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, তখন কয়েক কিলোমিটার দূরে নিজের ভাড়া বাড়ির অফিসেই বসে খোঁজখবর রাখছিলেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি প্রার্থী অবশ্য সকাল থেকেই দাবি করেছেন, ভোট শান্তিপূর্ণই হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও সন্তোষ প্রকাশ করেন তিনি৷ শুভেন্দুর আরও দাবি, ভোটদানের হার বেশি থাকার অর্থ তাঁর জয় নিশ্চিত৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: 'ভোটারদের ভয় দেখাতে নাটক করছেন', মমতাকে পাল্টা আক্রমণ শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল