TRENDING:

Nandigram: '৮৫ শতাংশ ভোট পড়লেই জিতছি', নন্দীগ্রাম ঘুরে আত্মবিশ্বাসী শুভেন্দু

Last Updated:

এ দিন নন্দীগ্রামের নন্দনায়কবাড়ের বুথে ভোট দেন শুভেন্দু৷ এ বারই নন্দীগ্রাম থেকে ভোটার হয়েছেন বিজেপি নেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: ভোট দানের হার বেশি মানে তা পরিবর্তনের ইঙ্গিত৷ এমনই দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ তাঁর মতে, ভোটদানের হার যদি ৮৫ শতাংশে পৌঁছয় তাহলে নিশ্চিতভাবেই তিনি জিতবেন৷
advertisement

এ দিন নন্দীগ্রামের নন্দনায়কবাড়ের বুথে ভোট দেন শুভেন্দু৷ এ বারই নন্দীগ্রাম থেকে ভোটার হয়েছেন বিজেপি নেতা৷ ভোট দেওয়ার পর নন্দীগ্রামে নিজের ভাড়া বাড়িতে তৈরি অস্থায়ী অফিসে কিছুক্ষণ ছিলেন তিনি৷ তার পর অবশ্য গন্ডগোলের খবর পেয়ে কয়েকটি এলাকায় ঘোরেন বিজেপি প্রার্থী৷

এরই ফাঁকে শুভেন্দু বলেন, '৮৫ শতাংশ যদি ভোট পড়ে তাহলে বুঝতে হবে পরিবর্তন হচ্ছে৷ আর যেভাবে ভোট পড়ছে, তাতে ভোটদানের হার ৮৫ শতাংশ ছুঁয়ে ফেলবে বলেই আমার মনে হয়৷ যদি কম ভোট পড়ত, ভোটদানের হার ৬০-৬৫ শতাংশের মধ্যে থাকত তাহলে চিন্তা করতে হত৷' বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, নন্দীগ্রামে সামগ্রিক ভাবে শান্তিতেই ভোট হচ্ছে৷ শুভেন্দু বলেন, 'শান্তিপূর্ণ ভোট হচ্ছে৷ কেন্দ্রীয় বাহিনী সব শায়েস্তা করে দিয়েছে৷ দু' এক জায়গায় ঝামেলা পাকাতে চেয়েছিল, আমি আগেই খবর পেয়ে গিয়েছি৷ ওদের মধ্যে এখনও আমার লোক আছে৷'

advertisement

এ দিন সকাল থেকেই নন্দীগ্রামে ভোটদাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে৷ পুরুষ ভোটারদের পাশাপাশি প্রচুর সংখ্যক মহিলা ভোটাররাও সকাল থেকে বুথের বাইরে লাইনে দাঁড়িয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রথম দফার ভোটেও সব কেন্দ্রেই ভোটদানের হার যথেষ্ট বেশি ছিল৷ সেদিন অবশ্য তৃণমূল নেতা এবং রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও দাবি করেছিলেন, ভোটদানের হার বেশি হলে তা শাসক দলের প্রতি সমর্থনের ইঙ্গিত৷ ভোট দানের হার কম হলেই তা প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত বলে দাবি করেছিলেন সুব্রতবাবু৷ বেশি ভোটদানের হার আসলে কাকে সমর্থনের ইঙ্গিত, তা অবশ্য জানা যাবে আগামী ২ মে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: '৮৫ শতাংশ ভোট পড়লেই জিতছি', নন্দীগ্রাম ঘুরে আত্মবিশ্বাসী শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল