TRENDING:

West Bengal Election 2021: ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, মীনাক্ষি মুখোপাধ্যায়ের প্রচারে হামলার অভিযোগ

Last Updated:

মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু। বাম কর্মী সমর্থকদের দাবি, মিছিল ভূতার মোড়ে পৌঁছতেই তাদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রামঃ ৪৮ ঘণ্টা মাত্র বাকি। ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রামের আদশতলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারির কনভয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। তার ২৪ ঘণ্টা পেরোনোর আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল 'হাইভোল্টেজ' নন্দীগ্রাম। এ বারে সিপিআইএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের প্রচারে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভূতার মোড়ে।
advertisement

এইবারে প্রথম নয়, এর আগেও তরুণ জোটপ্রার্থী মীনাক্ষী মুখপাধ্যায়কে হামলার মুখে পড়তে হয়েছিল। স্থানীয় বাম সমর্থকদের দাবি, এ দিন মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু।  মিছিল ভূতার মোড়ে পৌঁছতেই তাদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনকি সিপিআইএমের প্রচারে ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ জানিয়েছেন তাঁরা। এরপর হামলা থেকে রক্ষা পেতে ছড়িয়ে ছিটিয়ে যান তাঁরা। যদিও বামেদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

advertisement

উল্লেখ্য, আজই নন্দীগ্রামে শেষ প্রচার। ফলে শেষ লগ্নে এসে ভোটারদের মন জয় করতে  পিছুপা নন বাম, বিজেপি বা তৃণমূল কোনও পক্ষই। আজ নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে ইতিমধ্যেই প্রচার সেরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।  অন্যদিকে, বাড়ি বাড়ি শেষ মুহূর্তের প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচারে নেমেছিলেন বিমান বসু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তথ্যঃ সুজিত ভৌমিক।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, মীনাক্ষি মুখোপাধ্যায়ের প্রচারে হামলার অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল