এইবারে প্রথম নয়, এর আগেও তরুণ জোটপ্রার্থী মীনাক্ষী মুখপাধ্যায়কে হামলার মুখে পড়তে হয়েছিল। স্থানীয় বাম সমর্থকদের দাবি, এ দিন মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসু। মিছিল ভূতার মোড়ে পৌঁছতেই তাদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনকি সিপিআইএমের প্রচারে ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ জানিয়েছেন তাঁরা। এরপর হামলা থেকে রক্ষা পেতে ছড়িয়ে ছিটিয়ে যান তাঁরা। যদিও বামেদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
advertisement
উল্লেখ্য, আজই নন্দীগ্রামে শেষ প্রচার। ফলে শেষ লগ্নে এসে ভোটারদের মন জয় করতে পিছুপা নন বাম, বিজেপি বা তৃণমূল কোনও পক্ষই। আজ নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে ইতিমধ্যেই প্রচার সেরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অন্যদিকে, বাড়ি বাড়ি শেষ মুহূর্তের প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচারে নেমেছিলেন বিমান বসু।
তথ্যঃ সুজিত ভৌমিক।