TRENDING:

Nandigram News: মমতার ভাড়া বাড়ির সামনেই অমিতের সভা, শেষ বেলার প্রচারে জমজমাট নন্দীগ্রাম

Last Updated:

এ দিন নন্দীগ্রামে শেষ দফার প্রচারে একই সময়ে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এ দিন নন্দীগ্রামে শেষ দফার প্রচারে একই সময়ে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ৷ নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ভাঙাবেড়ে থেকে সোনাচূড়া পর্যন্ত হুইলচেয়ারে বসেই মিছিলে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো করেন অমিত শাহ৷ রোড শো শেষ হওয়ার পর রেয়াপাড়ার শিবমন্দির সংলগ্ন মাঠে জনসভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷

advertisement

নন্দীগ্রামের এই রেয়াপাড়াতেই একটি বাড়ি ভাড়া করে আপাতত থাকছেন মুখ্যমন্ত্রী৷ যদিও অমিত শাহ যখন সভা করবেন, তখন ভোট প্রচারেই ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী৷ এ দিনও মমতা বন্দ্যোপাধ্যায় সকালে যখন প্রচারে বেরোন, তখন অমিত শাহের সভাস্থলের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি সমর্থকরা৷

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নন্দীগ্রাম থেকে জিতলে সেখানেই মুখ্যমন্ত্রীর দফতরের একটি শাখা অফিস তিনি খুলবেন৷ যাতে সাধারণ মানুষ সেখানে নিজেদের অসুবিধার কথা জানাতে পারেন৷ এ ছাড়াও কালীঘাটের মতোই নন্দীগ্রামেও একটি ছোট বাড়ি তৈরির করার ইচ্ছাও তাঁর রয়েছে বলে জানিয়েছেন মমতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Venkateshwar Lahiri

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram News: মমতার ভাড়া বাড়ির সামনেই অমিতের সভা, শেষ বেলার প্রচারে জমজমাট নন্দীগ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল