স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে পোকা ও লার্ভা ভাসছে। পাশাপাশি, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরেরও শোচনীয় অবস্থা বলে জানান এলাকাবাসী। ইতিমধ্যে ওই খিচুড়ি খেয়ে ২-৩ জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের যোগেশগঞ্জ সুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে ভোগে অবশ্যই রাখুন এই পদ, পুজোর সময় খেয়াল রাখুন বিশেষ দুই নিয়ম
advertisement
এলাকাবাসীর অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়, এর ফলে খিচুড়িতে পোকা দেখা যাচ্ছে। এই খাবার বাচ্চারা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থাও জরাজীর্ণ।
আরও পড়ুন: কুকুরের পায়ে শিক ঢুকিয়ে আঘাত! বাধা দিতে গিয়ে রক্তাক্ত প্রতিবাদীরা, মারাত্মক কাণ্ড
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ঘর আছে তার উপরে টিনের ছাউনি, সেই টিনের ছাউনি দিয়ে বৃষ্টির সময় জল পড়ে, সেই জল ড্রামে ধরে রাখে ও বাচ্চাদের সেই জলে খিচুড়ি রান্না করে দেয় বলে অভিযোগ। সব মিলিয়ে এলাকার শিশু ও মায়েরা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য পাক এটাই চাইছে স্থানীয় মানুষ।
জুলফিকার মোল্যা