TRENDING:

Mid Day Meal: সয়াবিন, ডিম, ডাল, ভাত...? ভুলে যান! মিড ডে মিলের মেনুতে এবার জিভে জল আনা ইলিশ

Last Updated:

Mid Day Meal: ডিম ও মাংস এখন অতীত পড়ুয়াদের পাতে এখন ইলিশ।পড়ুয়ারা যাতে সঠিক পুষ্টি পান তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে মিড ডে মিল । যদিও সম্প্রতি এই প্রকল্পের নাম পরিবর্তন করে করা হয়েছে পোষণ অভিযান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফলতা: ডিম, মাংস এখন অতীত। পড়ুয়াদের পাতে এবার পড়ল ইলিশ। পড়ুয়ারা যাতে সঠিক পুষ্টি পান তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে মিড ডে মিল। যদিও সম্প্রতি এই প্রকল্পের নাম পরিবর্তন করে করা হয়েছে পোষণ অভিযান। এই প্রকল্পের মধ্য দিয়ে পড়ুয়াদের প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়া হয়।
মিড ডে মিলে ইলিশ
মিড ডে মিলে ইলিশ
advertisement

পুষ্টিকর সেই খাবারের তালিকায় থাকে মাছ, ডিম, মাংস, সয়াবিন ইত্যাদি। তবে কোনও কোনও সময় কপাল খারাপ থাকার কারণে মিড ডে মিলের খাবারে পাওয়া যায় সাপ, ব্যাঙ, টিকটিকি, জোঁক ইত্যাদি। এসব নিয়ে পড়ুয়া এবং তাদের অভিভাবকদের মধ্যে কম অভিযোগ নেই। কখনও কখনও আবার নিম্নমানের খাবারের অভিযোগ তুলতে দেখা যায় পড়ুয়া থেকে অভিভাবকদের।

advertisement

আরও পড়ুন: সর্বরোগহর…! ধন্বন্তরি…! রান্নাঘরের ‘এই’ একটি মশলায় দূর দূর করে তাড়ান হাজার রোগ! অবিশ্বাস্য উপকারিতা

তবে এসবকে অতীত করে এবার পড়ুয়াদের মিড ডে মিলের পাতে পড়ল রূপোলি ফসল ইলিশ।মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ইলিশ দেওয়ার বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে ফলতা অবৈতনিক প্রাইমারি স্কুলে।

advertisement

View More

আরও পড়ুন: আপনার শরীরে কি কিডনির রোগ বাসা বাঁধছে? বুঝে নিন ‘এই’ লক্ষণ দেখে!

আর এই নিয়ে এখন রাজ্যজুড়ে চরম চর্চা। কেননা মিড ডে মিলের খাবার মানেই আমরা ভাত, ডাল, সবজি ইত্যাদি বুঝে থাকে। কখনও কখনও কপাল ভাল হলে পাওয়া যায় চিকেন। তবে এসবের মধ্যেই এমন ইলিশ পাতে পড়াই খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।স্থানীয় এবং পড়ুয়াদের অভিভাবক ও স্কুল সূত্রে জানা গিয়েছে, এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয় মূলত ওই স্কুলের প্রধান শিক্ষকের দৌলতে।

advertisement

ওই স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন পড়ুয়াদের একই রকম খাবার দিতে পছন্দ করেন না। যে কারণে তিনি খাবারের মেনুতে হামেশাই পরিবর্তন আনেন এবং পড়ুয়াদের পাতে সুস্বাদু খাবার তুলে দেওয়ার চেষ্টা চালান। এ বিষয়ে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, প্রতিনিয়ত আমরা মিড ডে মিলের খাবারের পরিবর্তন করি।মিড ডে মিলের খাবারের মেনুতে পরিবর্তন এনে কখনও ফ্রাইড রাইস, চিলি চিকেন, কখনও আবার বিরিয়ানির মতো খাবারও দিয়ে থাকেন।

advertisement

আর এবার তিনি এককদম এগিয়ে পড়ুয়াদের পাতে ইলিশ দিলেন। তবে যেদিন এমন আয়োজন করা হয়েছিল সেই দিন আয়োজনে দু’রকম ব্যবস্থা ছিল। স্কুলের একেবারে খুদে পড়ুয়াদের জন্য ছিল বাগদা চিংড়ি আর বড়দের জন্য ছিল ইলিশ। স্কুলের এক শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, ইলিশ মাছের বেশি কাঁটা থাকে আর সেই কাঁটা যাতে ছোট বাচ্চাদের গলায় আটকে না যায় তার জন্য তাদের চিংড়ি দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mid Day Meal: সয়াবিন, ডিম, ডাল, ভাত...? ভুলে যান! মিড ডে মিলের মেনুতে এবার জিভে জল আনা ইলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল