আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। এর ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। সমস্যা শুরু হয় সোমবার দুপুর নাগাদ। বেলা ১টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়।
advertisement
তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে। মেট্রোরেল কর্তৃপক্ষের বক্তব্য, “ইঞ্জিনিয়ারিং সমস্যার জন্য কবি সুভাষে কোনও গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। দুপুর পৌনে ১টা থেকে সমস্যা দেখা দিয়েছে। যখনই সম্পূর্ণ পথে মেট্রো চালানো সম্ভব হবে, জানিয়ে দেওয়া হবে।”
আরও পড়ুন: জলে ভাসছে সিভিক পুলিশ বিশ্বজিতের দেহ! কীভাবে মৃ*ত্যু? ঘনাচ্ছে রহস্য
কবি সুভাষের আপ স্টেশনে কয়েকটি পিলারে ফাটল দেখা দেয়। মনে করা হচ্ছে, কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে ওই ফাটল সৃষ্টি হয়ে থাকতে পারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে কত ক্ষণে সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। সমস্যা সমাধানের চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল না করায় সমস্যায় পড়েছেন অফিসফেরত যাত্রীরা। কতদিনে এই পরিষেবা স্বাভাবিক হবে তার উত্তর মিলছে না। বর্তমানে আরপিএফ স্টেশন চত্বর পাহারা দিচ্ছে।
নবাব মল্লিক