TRENDING:

East Bardhaman News: 'মনের অসুখ' জানালেই মিলবে সমাধান, বিষয়টা কী? জানলে চমকে যাবেন আপনিও

Last Updated:

East Bardhaman News: এটি শুধু একটি বাক্স নয়, বরং ছাত্রীদের মনের কথা জানানোর একটি নতুন রাস্তা, এক নির্ভরতার জায়গা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ছাত্রীদের বিভিন্ন সময় নানা রকম মানসিক চাপ ও সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় পরিবার, শিক্ষক কিংবা বন্ধুদের কাছে সেই সব কথা বলার সাহস বা সুযোগ পায় না তারা। বিশেষ করে কিশোরী ছাত্রীদের জীবনে এখন নানা নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, যেমন মোবাইল আসক্তি, প্রেমের প্রলোভন, রাস্তাঘাটে হয়রানি, সামাজিক বাধা, মানসিক অস্থিরতা কিম্বা আত্মবিশ্বাসের অভাব। এসব সমস্যার মধ্যে অনেকেই ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়, যা ভবিষ্যতে আরও বড় সমস্যার রূপ নিতে পারে।
advertisement

এই অবস্থায় কাটোয়া বালিকা বিদ্যালয়ে বসান হয়েছে একটি ড্রপ বক্স, যার নাম ‘মনের ঠিকানা’। এটি শুধু একটি বাক্স নয়, বরং ছাত্রীদের মনের কথা জানানোর একটি নতুন রাস্তা, এক নির্ভরতার জায়গা। মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, ‘স্কুল এডমিনিস্ট্রেসন, এসআই আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি। আশা রাখছি মেয়েদের মনে কিছু থাকলে তারা সেটা মনের ঠিকানার মাধ্যমে বিস্তারিত জানাবে।’ ছাত্রীরা এখানে নাম না লিখেও তাদের মনের যন্ত্রণার কথা লিখে জানাতে পারবে। কেউ যদি মানসিক চাপে থাকে, যদি কেউ সমাজ বা পরিবারে কোনও অন্যায়ের শিকার হয়, বা বিদ্যালয়ে কোনও অসুবিধার সম্মুখীন হয়, তাহলে সেটাও জানান যাবে এই বক্সের মাধ্যমে।

advertisement

আরও পড়ুন-ধেয়ে আসছে ‘অশনি ‘…! রাত পোহালেই ‘তোলপাড়’ ঝড়-তুফান! নাগাড়ে বৃষ্টি-বজ্রপাতের তুলকালাম তাণ্ডব, কবে কাটবে দুর্যোগ? জানিয়ে দিল IMD

বিদ্যালয় কর্তৃপক্ষের কথায়, এই ড্রপ বক্স খোলা হবে প্রতি সপ্তাহে একবার। যদি কোনও অভিযোগ প্রশাসনিক হয়, তাহলে তা নিয়ে পদক্ষেপ নেবে প্রশাসন। আর যদি বিষয়টি বিদ্যালয় সংক্রান্ত হয়, তাহলে প্রধান শিক্ষিকা এবং স্কুল পরিদর্শক তা সমাধানে উদ্যোগ নেবেন। প্রধান শিক্ষিকা মাধুরী দাস বলেন, ‘মেয়েদের সুরক্ষতি রাখার জন্য আমাদের যতটা করা সম্ভব করছি। মেয়েরা এই মনের ঠিকানায় তাদের মনের কথা লিখবে। সেই জায়গা আমরা মেয়েদের দেব।’

advertisement

আরও পড়ুন-পুষ্টির ‘খনি’…! সপ্তাহে মাত্র ২ দিন খান ‘এই’ মাছ, টাকে গজাবে চুল, হাড় হবে লোহার মতো শক্ত, কোলেস্টেরল-রক্তচাপও বাপ বাপ বলে কমবে!

এই মনের ঠিকানা ড্রপ বক্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা, স্কুল পরিদর্শক ফ্যান্সী মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মনের ঠিকানা কিশোরী ছাত্রীদের জন্য একটি আশার আলো। এখন থেকে কেউ না কেউ তাদের মনের কথা শুনবে এবং প্রয়োজনে পাশে দাঁড়াবে। এটি শুধুমাত্র এক টুকরো কাগজ ফেলার জায়গা নয়, এ এক ভালোবাসার আশ্রয়, যেখানে কথা বলার অধিকার নিশ্চিত করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: 'মনের অসুখ' জানালেই মিলবে সমাধান, বিষয়টা কী? জানলে চমকে যাবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল