শরীর খারাপ হলে আমরা সবাই শরীরের যত্ন নিই, কিন্তু মন খারাপ হলে? দিনের পর দিন মন খারাপ মানসিক স্থীরতা বিঘ্নিত করে। ফলে মানসিক ভারসাম্য হারিয়ে যায়। বর্তমান সময়ে অন্যান্য পেশার পাশাপাশি পুলিশ কর্মীদের মধ্যে এই লক্ষণ অনেকটাই বেড়েছে। আবার পুলিশ কর্মীরা কাজের সূত্রে পথে-ঘাটে বিভিন্ন সময়ে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের সম্মুখীন হতে হয়। কিন্তু অনেক সময় এই ভবঘুরেদের সঙ্গে পুলিশ কর্মীদের ভাব বিনিময়ের আচার-আচরণ তাঁদের কাজের অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই পুলিশকর্মীরা নিজেদের কীভাবে মানসিক ভাবে সুস্থ রাখবে এবং কাজের ক্ষেত্রে ভবঘুরেদের সম্মুখীন হলে কিরকম আচার-আচরণ করবে তা নিয়ে সচেতনতা শিবির হচ্ছে থানায় থানায়।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য থানার পাশাপাশি নন্দকুমার থানায় পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এই সচেতনতা শিবির আয়োজন করা হয়। যেখানে থানার পুলিশ অফিসারের পাশাপাশি কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারেরা অংশগ্রহণ করেন। এ বিষয়ে নন্দকুমার থানার পুলিশ আধিকারিক মনোজ কুমার ঝা জানান, ' 'পুলিশের অনেক সময় নিজেদের মানসিক স্থিরতা বিঘ্নিত হয় এবং কাজের ক্ষেত্রে ভবঘুরেদের সম্মুখীন হতে হয়। নিজেদের মানসিক সুস্থ রাখার পাশাপাশি ভবঘুরেদের কিভাবে সহায়তা করতে হবে তা নিয়ে এই সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে।'
Saikat Shee