Alert in Digha: আবহাওয়ার ভোলবদল হতেই দিঘায় পাগলের মতো ভিড়, অ্যালার্টে প্রশাসন

Last Updated:

দিঘায় টানা ৯৯ শতাংশ হোটেল বুকিং হয়েছে বলে জানাল হোটেল কর্তৃপক্ষ। সরকারি বেসরকারি সব হোটেলের একই অবস্থা।

+
title=

দিঘা: বাজলো ছুটির ঘন্টা,স্বস্তির খোঁজে পাড়ি দিঘায়, ৯৯ শতাংশ হোটেল বুক, সতর্ক প্রশাসন। বাংলার পর্যটন মানচিত্রে দিঘা একটি বিশেষ নাম। সেই দিঘায় বাড়ছে পর্যটকদের আনাগোনা সংখ্যা। আর পাঁচটা দিনের পাশাপাশি বিশেষ বিশেষ দিনগুলিতে তিল ধারনের জায়গা থাকে না। সদ্য গিয়েছে পবিত্র ঈদ। সপ্তাহ শেষের ছুটির পাশাপাশি টানা গরমের ছুটি স্কুল কলেজ। ফলে ভ্রমণ পিপাসুদের কাছে কাছেপিঠে ঘুরে আসার মোক্ষম সময় হয়ে উঠেছে। দিঘায় টানা ৯৯ শতাংশ হোটেল বুকিং হয়েছে বলে জানাল হোটেল কর্তৃপক্ষ। সরকারি বেসরকারি সব হোটেলের একই অবস্থা।
পরপর বৃষ্টির কারণে তাপপ্রবাহ কিছুটা কমেছে। ফলে দিঘার মনোরম পরিবেশে পরিবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দেরি করতে চাইছে না পর্যটকরা। একে সপ্তাহের ছুটি তার সঙ্গে যোগ হয়েছে শ্রমিক দিবসের ছুটি,তার পর টানা ছুটি, স্কুল কলেজে পড়েছে টানা ছুটি৷ ফলে দিঘায় আসছেন পর্যটকরা।
advertisement
advertisement
আগে যেখানে একদিন, দুদিনের বুকিং হতো এখন দেখা যাচ্ছে টানা ৪-৫ দিনের বুকিং হচ্ছে। কিছুদিন আগে তাপপ্রবাহের কারনে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম ছিল। আবহাওয়ার পরিবর্তন ঘটায় ভ্রমণ পিপাসুরা পাড়ি দিচ্ছেন দিঘার সমুদ্র সৈকতে।
advertisement
বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় বর্তমান সময়ে ৫০০ থেকে ৫০০০ টাকা দামের রুম রয়েছে। রুম অনুসারে দাম রয়েছে। দিঘায় বিভিন্ন ধরনের পর্যটক আসেন। পর্যটকদের চাহিদা অনুসারে তাদের রুমের ব্যবস্থা করা হয়। ৫০০-৭০০ নন এসি মোটামুটি রুম, ৭৫০-১০০ নন এসি একটু ভালো রুম, ১২০০-১৫০০ এসি নরমাল রুম, ২০০০-২৫০০ এসি ডিলাক্স রুম। এর পর বিভিন্ন ধরনের সুপার ডিলাক্স রুম রয়েছে, রয়েছে ভালো মানের পরিষেবা।
advertisement
দিঘাতে বারবার পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সচেষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহন করে চলেছে। দিঘায় পর্যটকদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগে নানা পরিষেবা যেমন চালু করা হয়েছে তেমনি পর্যটকদের জন্য দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ ধাম মন্দির, কফি হাউস, পায়ে পায়ে প্রকৃতি দর্শন (Digha Nature Trial) সহ আর অনেক কিছু। রাজ্য সরকারের স্বপ্ন দিঘাকে গোয়ার মত বানানোর। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্য সরকার।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Alert in Digha: আবহাওয়ার ভোলবদল হতেই দিঘায় পাগলের মতো ভিড়, অ্যালার্টে প্রশাসন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement