স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই মুখ ঢেকে এক মহিলা স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ ও ইনজেকশন কিনে আনতেন, যা রনিতা চুপিচুপি দেবেশকে দিতেন। দেবেশের হাতেই ইনজেকশনের দাগ ও কালো পোড়া ছাপ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয় এই অদ্ভুত আচরণ আরও সন্দেহের উদ্রেক করে।
advertisement
পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেবেশকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নৈহাটি হাসপাতালে ভর্তি করেন। পুলিশে খবর দিলে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেবেশের স্ত্রী রনিতাকে গ্রেফতার করে। বর্তমানে দেবেশ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার পেছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিবেশীদের তৎপরতায় যে একটি বড় বিপদ থেকে রক্ষা পেলেন দেবেশ, তা অনেকেই মনে করছেন।
advertisement
—শুভজিৎ সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 7:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medicine Shop: ওষুধের দোকান থেকে প্রতিদিনই ইঞ্জেকশন-ওষুধ কেনে স্ত্রী, কিন্তু স্বামী...বাড়িতে ঢুকে স্বামীর যা অবস্থা দেখা গেল, সামনে চলে এল স্ত্রীর আসল রূপ!