ধৃত তিনজনের জেরা চলতেই তথ্য আসে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার একটি ওষুধের দোকানেই গোপনে মজুদ আছে আরও বড় চালান। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে হানা দিয়ে উদ্ধার করে একেবারে ১৭৮ কিলো গাঁজা! অর্থাৎ, মোট ২০৫ কিলো গাঁজা এক ধাক্কায় উদ্ধার হয়। ধৃত তিনজন—ন্যাজাটের মঠবাড়ির বাসিন্দা বাবলু মোল্লা, জীবনতলার সুব্রত মণ্ডল ও ন্যাজাটেরই স্যাম কয়াল।
advertisement
আরও পড়ুন: প্রয়াত বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়! গেরুয়া শিবিরে শোকের ছায়া! কী হয়েছিল জয়ের জানেন?
পুলিশি জেরায় জানা যায়, সীমান্তবর্তী এলাকায় গাঁজা মজুদ করে বাংলাদেশে পাচারের পরিকল্পনাই ছিল তাদের। এখন প্রশ্ন উঠছে—ওষুধের দোকানে ওষুধের বদলে গাঁজা কেন! হাসি-ঠাট্টার মধ্যে বিষয়টি যতই মজার মনে হোক না কেন, পুলিশের মতে ঘটনা কিন্তু ভয়ঙ্কর। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের তিন দিনের পুলিশি হেফাজাত চেয়ে বারাসাত মহকুমা আদালতে ধৃতদের তোলা হবে। পুলিশের অনুমান, আরও তদন্তে সামনে আসতে পারে নতুন সব তথ্য ও গাঁজা পাচার নিয়ে আরও অনেক তথ্য।