Joy Banerjee: প্রয়াত বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়! গেরুয়া শিবিরে শোকের ছায়া! কী হয়েছিল জয়ের জানেন?

Last Updated:

Joy Banerjee: সোমবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। হীরক জয়ন্তীর হিরু বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন।

প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়
প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়
কলকাতা: অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
সিনেমার জগতে সাফল্যের পর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ান তিনিসেখানকার বর্তমান সাংসদ তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। ২০১৯ সালে উলুবেড়িয়া থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তৃণমূল সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না৷ তবে বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি।
advertisement
advertisement
সোমবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। হীরক জয়ন্তীর হিরু বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। তবে শেষ কয়েকদিন পরিস্থিতির অবনতি হয়।বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন। অভিনয় জগতে সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
advertisement
বিজেপির হয়ে লোকসভা ও বিধানসভা ভোটে লড়াই করেছিলেন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন অনেকদিন। দলের কর্মীরা ওই হাসপতালে গিয়েছেন। ৬২ বছর বয়স হয়েছিল। ১৯৬৩ সালে ২৩ মে জন্ম হয় তাঁর। তৃণমূল কাউন্সিলর অন্যান্য বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী জয়। ২০১৪ ও ২০১৯ এ বীরভূমউলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joy Banerjee: প্রয়াত বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়! গেরুয়া শিবিরে শোকের ছায়া! কী হয়েছিল জয়ের জানেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement