High Court: বিবাহিত পুরুষের সঙ্গে প্রাপ্তবয়স্ক মহিলা সহবাস করতে পারেন? আইন কি বাধা দিতে পারে? হাইকোর্টের 'ঐতিহাসিক' পর্যেবক্ষণ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
High Court: মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মহিলা একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তিনি কার সঙ্গে থাকতে চান, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।
ভোপাল: সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এক পর্যবেক্ষণ বলেছে, কোনও প্রাপ্তবয়স্ক মহিলাকে বিবাহিত পুরুষের সঙ্গে বসবাস থেকে বিরত রাখার কোনও আইন নেই। ১৮ বছরের বেশি বয়সী এক মহিলার হেফাজতের জন্য দায়ের করা একটি হেবিয়াস কর্পাস আবেদনের বিচার চলছে আদালতে। অভিযোগ করা হয়েছে, তিনি একজন বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, যখন তার বাবা-মায়ের সঙ্গে থাকা উচিত ছিল।
advertisement
মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মহিলা একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তিনি কার সঙ্গে থাকতে চান, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।
advertisement
advertisement
আদালত বলেছে, “ওই মহিলা যদি কারও সঙ্গে থাকতে চান, সে ক্ষেত্রে এমন কোনও আইন নেই, যা তাঁকে ওই ব্যক্তির সঙ্গে থাকতে বাধা দেয়।” আদালত আরও বলেছে, যদি মহিলা সেই পুরুষটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে কেবল তাঁর প্রথম স্ত্রীই বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করতে পারবেন।”
advertisement
আদালত আরও পর্যেবক্ষণে জানিয়েছে, “যুবতী যেহেতু তাঁর মা-বাবাকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে থাকতে চেয়েছে, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। ওই যুবতী নিজের ইচ্ছায় যার সঙ্গে পছন্দ, তার সঙ্গে থাকতে পারে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 2:37 PM IST