প্রান্তিক জেলা পুরুলিয়ার চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে উন্নতি করছে। এখন আর বিশেষ কোনও চিকিৎসা করাতে রোগীদের বাইরের জেলায় যেতে হচ্ছে না। যেমন, লিভারের সমস্যায় আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থা কেমন আছে তা বোঝার জন্য অনেক সময় কোলোনোস্কোপি করতে হয়। এতে চিকিৎসা করতে অনেকটাই সুবিধা হয় চিকিৎসকদের। কিন্তু পুরুলিয়ায় এর আগে কোলোনোস্কপির সুবিধা সেভাবে ছিল না। এই প্রথমবার রোটারি ক্লাব মাল্টিস্পেশালিটি হাসপাতালে শুরু হল কোলোনোস্কপি।
advertisement
আরও পড়ুন: ব্যান চলাকালীনই সমুদ্রের দেদার মাছ ধরা চলছে, ক্ষতির আশঙ্কায় মৎস্যজীবীরা
এতদিন পুরুলিয়ায় অ্যান্ড্রোস্কোপি পরীক্ষা হত, কিন্তু এবারই প্রথম রোটারি হাসপাতালে শুরু হল ক্লোনোস্কোপি পদ্ধতির মাধ্যমে পেটের চিকিৎসা। প্রান্তিক পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে কম খরচে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এবার সাধ্যের মধ্যে ক্লোনোস্কোপি চিকিৎসা শুরু হওয়ায় ধরে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের সুবিধা হবে বলে। পুরুলিয়ার ভূমিপুত্র ডিএম হেপাটোলজিস্ট ডঃ সৌরিন মুখার্জি, এখন থেকে রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালে ক্লোনোস্কোপির মাধ্যমে পেটের সমস্যার চিকিৎসা করবেন। বাইরে এই পদ্ধতিতে চিকিৎসা করতে প্রচুর খরচ হলেও, এখানে অনেক কম খরচে এই চিকিৎসা পাওয়া যাবে।
শর্মিষ্ঠা ব্যানার্জী