প্রসঙ্গত: সারাদেশে হাম ও রুবেলার আক্রান্ত যত রোগী আছে তার ৪০ থেকে ৫০ শতাংশ রোগী পশ্চিমবঙ্গের যা উদ্বেগ জনক। এই দুইটি রোগের জন্য একটি টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১২ লক্ষ ৩৬ হাজার ৬৮২ জনকে এই টিকা দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হচ্ছে অটো ডিজেবলড সিরিঞ্জির মাধ্যমে অর্থাৎ একজনের ক্ষেত্রেই একটি সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে। স্কুলে স্কুলে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি।
advertisement
আরও পড়ুনঃ ৩৩-এই ফুটবল কেরিয়ারের বিদায় ঘণ্টা বাজালেন গ্যারেথ বেল, অবসরের কারণ নিয়ে ধোঁয়াশা
আদিবাসী এলাকার ছেলে মেয়েদের জন্যও শিবির করে চলবে টিকাকরণ কর্মসূচি। স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি অন্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রেখে এই কর্মসূচি সফল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলিতে পেরেন্ট-টিচার মিটিংয়ে করে এই কর্মসূচি সফল করার কথা বলা হয়েছে। সে জন্যেই এই স্পেশাল ড্রাইভ।' পূর্ব মেদিনীপুর জেলায় ১০০ শতাংশ টিকাকরণ কর্মসূচি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Saikat Shee