TRENDING:

Mayapur: মায়াপুরে ভয়ঙ্কর ঘটনা! ঝুলছে পুলিশ অফিসারের দেহ! যা ঘটল, শিউরে উঠবেন

Last Updated:

Mayapur: মায়াপুর ফাঁড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী কর্তব্যরত পুলিশ অফিসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: মায়াপুর ফাঁড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক পুলিশ অফিসার। নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ির ঘটনা। জানা যায়, বুধবার সকালে দেবাশীষ গড়াই নামে মায়াপুর ফাঁড়িতে কর্মরত ওই এএসআই-এর দেহ উদ্ধার হয়। তিনি গত কয়েকদিন আগেই এই মায়াপুর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, বীরভুমের নানুরে বাড়ি এই অফিসারের। বুধবার সকালে মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের তিনতলায় ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।
কী ঘটল মায়াপুরে?
কী ঘটল মায়াপুরে?
advertisement

এরপর অনান্য অফিসাররা দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ তড়িঘড়ি তাকে নিয়ে যায় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনার কথা বুধবার সকালে জানা গিয়েছে। যদিও পুরো ঘটনায় যদি কোনও রকম মামলা দায়ের হয়, তবে তদন্ত করে দেখা হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে দেখা হবে পারিবারিক কোনও সমস্যা আছে নাকি।

advertisement

আরও পড়ুন: একটা পাখি মেরে ফেলল চার কোটি মানুষকে! কোনও গল্প নয়, একদমই সত্যি! কী করে ঘটল এমন?

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ছমছমে রাস্তায় বিকট শব্দ, ভুতের আনাগোনা! দুর্গাপুরে এ কী কাণ্ড? আসল ঘটনা জানলে চমকে যাবেন
আরও দেখুন

যদিও স্বাভাবিকভাবেই এই ঘটনার খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবার। কী কারণে আত্মঘাতী হলেন ওই কর্তব্যরত অফিসার, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mayapur: মায়াপুরে ভয়ঙ্কর ঘটনা! ঝুলছে পুলিশ অফিসারের দেহ! যা ঘটল, শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল