মথুরাপুরের তেঁতুলবেড়িয়া বুথ থেকে তিনি দাঁড়িয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মী সমর্থকরা নির্দল প্রার্থীকে সমর্থন করেছে এই বুথ থেকে। ফলে এখানে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে।
নির্দলের প্রতীক বন্টনের সময় জামাল হোসেন জামাদার কাঁঠাল চিহ্ন বেছে নেন। লাগাতার প্রচারের পর জয়ের ব্যাপারে একপ্রকার নিশ্চিত তিনি। মানুষ তাঁর পাশে রয়েছে বলে জানিয়েছেন জামাল হোসেন জামাদার।
advertisement
আরও পড়ুন- বাংলা আর ওড়িশাকে মিলিয়ে দিল পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখন
তিনি আরও জানিয়েছেন লাগামছাড়া দূর্নীতির প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস এই দাবিকে উড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দল প্রার্থী এবারের নির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারবেনা। শুধুমাত্র দাঁড়ানোর জন্য তাঁরা দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে।
আরও পড়ুন- ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতির বেনজির হুমকি, মন্তব্য ঘিরে তোলপাড়
যদিও এসব নিয়ে বিচলিত নন জামাল। মানুষের মন জয় করতে ব্যাপক প্রচারের পরিকল্পনা নিয়েছেন তিনি। দেওয়াল লিখন, ব্যানার টাঙানো থেকে শুরু করে সব কিছুই করছেন তিনি। তবে কাঁঠাল মাথায় নিয়ে প্রচার সেসব কিছু ছাড়িয়ে গিয়েছে।
নবাব মল্লিক