WB Panchayat Election 2023: ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতির বেনজির হুমকি, বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড়

Last Updated:

West Bengal Panchayat Election 2023: ফের প্রকাশ্য সভা থেকে বিরোধীদের হুমকি। এ বার হুমকির সুর শোনা গেল তৃণমূলের ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি জটিল মণ্ডলের গলায়।

+
হুমকির

হুমকির সুর শোনা গেল তৃণমূল নেতা, সভাপতি জটিল মণ্ডলের গলায়...

বীরভূম: আবারও প্রকাশ্য সভা থেকে বিরোধীদের হুমকি। এ বার হুমকির সুর শোনা গেল তৃণমূলের ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি জটিল মণ্ডলের গলায়। তিনি বলেন, “এখন কিছু বলছি না৷ বুঝবি পরে। ভোটের পর বুঝবি কী খেলা হবে। ভোটের এক মাস পর বুঝবি কী খেলা হবে।” সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
ঘটনা হল সোমবার পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখেই ময়ূরেশ্বর বিধানসভার ৩৫ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অরুণ চ্যাটার্জী সহ ষাটপলসা অঞ্চলের কয়েক হাজার তৃণমূল কর্মীদের নিয়ে উচপুর থেকে বড়ডিবুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করে তৃণমূল। সেই পদযাত্রা শেষে ছোটডিবুরে এলাকায় একটি পথসভা হয়। সেখানেই প্রধান বক্তা হিসেবে ছিলেন তৃণমূলের রাজ্য যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুনঃ আপনার কি পঞ্চায়েতের ডিউটি পড়েছে? ভোটকর্মীরা ডিসিআরসি পৌঁছতে কোথায়, কখন বাস পাবেন? জানুন
এ ছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি জটিল মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী। সেই সভা থেকেই বিরোধীদের উদ্দেশ্যে হুমকির সুরে কথা বললেন জটিল মণ্ডল। তিনি বলেন, “এখন কিছু বলছি না। বুঝবি পরে, বুঝবি পরে। ভোটের পরে বুঝবি কী খেলা হবে।”
advertisement
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতির বেনজির হুমকি, বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement