পশ্চিম মেদিনীপুর জেলার সবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত। বন্যা কবলিত এই এলাকার মানুষের রুটিরুজির অন্যতম ভরসা এই মাদুর শিল্প। তবে শুধু বসা, ঘুমানোর জন্য মাদুরের ব্যবহার শুধু নয়, মাদুর কাঠি থেকেই তৈরি হচ্ছে টি-টেবিল ম্যাট, ম্যাগাজিন হোল্ডার, বোতল ক্যারিয়ার সহ একাধিক আইটেম। মাদুর প্রস্তুতের থেকে লাভও জুটছে বেশ। জেলার এই ব্লকের প্রায় প্রতি বাড়িতেই মাদুর বানানো হয়। বসে বাজারও। তবে ট্র্যাডিশনাল ম্যাটের পরিবর্তে বাজারে চাহিদা বাড়ছে মাদুর থেকে প্রস্তুত করা ঘর সাজানোর নানা উপকরণের। স্থানীয় বাজার, মেলায় বিক্রির পাশাপাশি তা যাচ্ছে বিদেশেও। এক্ষেত্রে লাভও মিলছে বেশ।
advertisement
আরও পড়ুন: কাঁসার ঝকঝকে থালা বাটিতে অতিথি আপ্যায়ন, বঙ্গ ঐতিহ্য স্মরণে রাখল এই রেস্তোরাঁ
বিজ্ঞানসম্মতভাবে মাদুর কাঠি, সুতো ব্যবহার করে ব্যাগ, মানি ব্যাগ, জল বোতল রাখার ব্যাগ, টি-টেবিল ম্যাট, ম্যাগাজিন হোল্ডার সহ নানা জিনিস তৈরি হচ্ছে সবং এর সারতা গ্রামে। এখানে কারখানায় বানানো হচ্ছে এই সকল জিনিসগুলো। বর্তমানে বিজ্ঞানসম্মত উপায়ে মসলন্দ মাদুর কাঠি দিয়ে বানানো হচ্ছে এই সকল জিনিস গুলো। প্রতিদিন কাজ করছেন বহু মানুষ। গ্রামীন এলাকায় অর্থনীতি চাঙ্গা করতে গ্রামীণ এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে সিপিসি গড়ে তোলা হয়েছে। যেখানে গ্রামের মানুষেরা কাজ পেয়েছে।
আরও পড়ুন: ঝোপঝাড় ভেবে ভুল করবেন না, এক পাতাতেই রোগমুক্তি! শুধু জানুন কীভাবে খাবেন…
পশ্চিম মেদিনীপুরের সারতা এলাকায় অখিল জানার রয়েছে সিপিসি। তার অধীনে প্রায় তিন’শ জন কাজ করেন। সুতো পাকানো থেকে ব্যাগ, ম্যাট তৈরি এমনকি সেলাই থেকে বিক্রির কাজ করছেন শতাধিক মানুষ। সাধারণ মাদুর বিক্রির থেকে বেশ লাভ জুটছে মাদুর থেকে নানান জিনিস বানিয়ে। শহর, শহরতলীর পাশাপশি মাদুর থেকে প্রস্তুত নানা জিনিস বিক্রিও হচ্ছে বিদেশে।
রঞ্জন চন্দ