ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাখরাহাটের বড়কাছারি মন্দির সংলগ্ন এলাকায় নেমেছে শোকের ছায়া। আগুন লাগার বিষয়টি টের পেয়ে আশেপাশের মানুষজনই দমকলে খবর দেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। কিন্তু আগুন লাগার কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
advertisement
আরও পড়ুন: ভোটকেন্দ্রেও থিমের ছোঁয়া! গোলাপি রঙে জমজমাট জেলার ৩০ টি বুথ
এদিকে এই মারাত্মক দুর্ঘটনার খবর শুনে বড় কাছারিতে ছুটে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনী প্রক্রিয়া চলায় ক্ষতিপূরণের বিষয়ে এখনই কোন ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, বুধবারই এই বড় কাছারিতে পুজো দিয়ে যান স্থানীয় সাংসদ তথা চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সাহায্যে চেয়েছেন।
নবাব মল্লিক