TRENDING:

Massive Fire Incident: অভিষেক পুজো দিয়ে যাওয়ার পরের দিনই বড় কাছারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭০ টি দোকান

Last Updated:

Massive Fire Incident: অগ্নিকাণ্ডের ঘটনায় বাখরাহাটের বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায় নেমেছে শোকের ছায়া। আগুন লাগার বিষয়টি টের পেয়ে আশেপাশের মানুষজন‌ই দমকলে খবর দেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ শহরতলির নিকটবর্তী পরিচিত ধর্মীয় স্থান হল বড়কাছারি। দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পড়লেও জায়গাটি কলকাতা থেকে খুব একটা দূরে নয়। সেখানেই আগুন লেগে ব্যাপক ক্ষতি হল। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বড়কাছারির ৭০ টি দোকান। এর ফলে বহু মানুষ রুটি রুজি হারিয়ে কার্যত পথে এসে বসেছেন।
advertisement

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাখরাহাটের বড়কাছারি মন্দির সংলগ্ন এলাকায় নেমেছে শোকের ছায়া। আগুন লাগার বিষয়টি টের পেয়ে আশেপাশের মানুষজন‌ই দমকলে খবর দেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। কিন্তু আগুন লাগার কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

advertisement

আর‌ও পড়ুন: ভোটকেন্দ্রেও থিমের ছোঁয়া! গোলাপি রঙে জমজমাট জেলার ৩০ টি বুথ

এদিকে এই মারাত্মক দুর্ঘটনার খবর শুনে বড় কাছারিতে ছুটে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনী প্রক্রিয়া চলায় ক্ষতিপূরণের বিষয়ে এখন‌ই কোন ঘোষণা করা হয়নি।

advertisement

View More

উল্লেখ্য, বুধবার‌ই এই বড় কাছারিতে পুজো দিয়ে যান স্থানীয় সাংসদ তথা চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সাহায্যে চেয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Massive Fire Incident: অভিষেক পুজো দিয়ে যাওয়ার পরের দিনই বড় কাছারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭০ টি দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল