TRENDING:

Howrah: রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে বাড়ি! জানলা থেকে দৈত্যের মতো ঠেলে বেরিয়ে আসছে আগুন, ভিতরে বৃদ্ধ বাবা-মা, হাওড়ায় ভয়াবহ দৃশ্য

Last Updated:

Howrah: রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে বাড়ি। ঘরের জানলা থেকে দৈত্যের মতো ঠেলে বেরিয়ে আসছে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়া গদধর মিস্ত্রি লেনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: রাতে দাউদাউ করে জ্বলে উঠল হাওড়া শহরের একটি বসতবাড়ি। রীতিমত আতশবাজির মতো আগুনের ফুলকির দেখা মিলল অগ্নিকাণ্ডে। রাতে স্থানীয় মানুষের নজরে আসে ভয়াবহ দৃশ্য। একতলার ঘরের জানলা থেকে দৈত্যের মতো ঠেলে বেরিয়ে আসছে আগুন। চোখের সামনে দাউদাউ করে জ্বলছে বাড়ি। আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
advertisement

খবর দেওয়া হয় দমকলে। ঘটনার কিছুক্ষণ পর সেখানে দমকল পৌঁছয়। ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে মধ্য হাওড়ার গদাধর মিস্ত্রি লেনের একটি বসত বাড়িতে। আগুন লাগে ওই বাড়ির এক তলার ঘরে। ঘরটি বাইরে থেকে বন্ধ ছিল। নিচের ঘরে ছিলেন ব্যক্তির বাবা-মা।

আরও পড়ুনঃ রান্না করার সময় আচমকা বিস্ফোরণ! গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়িতে আগুন, মুর্শিদাবাদে মৃত শিশু-সহ মহিলা

advertisement

স্থানীয় বাসিন্দাদের কথায়, হঠাৎ আগুন দেখা যায় একতলার ওই বাড়িতে। দাউদাউ করে জ্বলতে থাকে ঘর। আগুন বেরিয়ে আসছে ঘরের জানলা টপকে। স্থানীয় সুচিত্রা পাল জানান, রান্না করার সময় রান্নাঘর থেকেই নজরে পরে পাশের বাড়িতে আগুন লেগেছে। বাড়ির উপরের ঘর দাউদাউ করে জ্বলছে। প্রতিবেশীরা নিচের ঘর থেকে ব্যক্তির বাবা-মাকে বাইরে বের করে নিয়ে আসেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন নয় পুরনো সামগ্রিক বেচেই লক্ষী লাভ, জানুন কী ভাবে শুরু করবেন এই ব্যবসা
আরও দেখুন

স্থানীয়দের কথা আরও জানা যায়, উপরের ঘর বন্ধ করে বাড়ির মালিক বাইরে বেরিয়েছেন সেই সময় আগুন লাগার ঘটনা ঘটে। কী কারনে আগুন তা স্পষ্ট জানা যায়নি। তবে শহরের মাঝে ঘন জনবসতি এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল এসে আগুন নেভালেও আতঙ্কের রেশ কাটেনি মানুষের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে বাড়ি! জানলা থেকে দৈত্যের মতো ঠেলে বেরিয়ে আসছে আগুন, ভিতরে বৃদ্ধ বাবা-মা, হাওড়ায় ভয়াবহ দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল