খবর দেওয়া হয় দমকলে। ঘটনার কিছুক্ষণ পর সেখানে দমকল পৌঁছয়। ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে মধ্য হাওড়ার গদাধর মিস্ত্রি লেনের একটি বসত বাড়িতে। আগুন লাগে ওই বাড়ির এক তলার ঘরে। ঘরটি বাইরে থেকে বন্ধ ছিল। নিচের ঘরে ছিলেন ব্যক্তির বাবা-মা।
advertisement
স্থানীয় বাসিন্দাদের কথায়, হঠাৎ আগুন দেখা যায় একতলার ওই বাড়িতে। দাউদাউ করে জ্বলতে থাকে ঘর। আগুন বেরিয়ে আসছে ঘরের জানলা টপকে। স্থানীয় সুচিত্রা পাল জানান, রান্না করার সময় রান্নাঘর থেকেই নজরে পরে পাশের বাড়িতে আগুন লেগেছে। বাড়ির উপরের ঘর দাউদাউ করে জ্বলছে। প্রতিবেশীরা নিচের ঘর থেকে ব্যক্তির বাবা-মাকে বাইরে বের করে নিয়ে আসেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের কথা আরও জানা যায়, উপরের ঘর বন্ধ করে বাড়ির মালিক বাইরে বেরিয়েছেন সেই সময় আগুন লাগার ঘটনা ঘটে। কী কারনে আগুন তা স্পষ্ট জানা যায়নি। তবে শহরের মাঝে ঘন জনবসতি এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল এসে আগুন নেভালেও আতঙ্কের রেশ কাটেনি মানুষের মধ্যে।





