TRENDING:

Massive Fire: লক্ষ-লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই, ৪ ঘণ্টা ধরে দমকলের জোর লড়াই করেও আগুন জ্বলছে

Last Updated:

Massive Fire: ডানকুনিতে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলের ১১ টি ইঞ্জিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বুধবার সাত সকালে ভয়বহ আগুন একটি ওষুধের গোডাউনে। আগুনে পুড়ে ছাই গোডাউনে মজুত সমস্ত ওষুধ। ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে ডানকুনির দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে। দমকলের ১০ টি ইঞ্জিনের প্রচেষ্টায় ৪ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চললেও এখনও পুরোপুরি আগুন নেভেনি। তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে আগুন লাগে ওই ওষুধের গোডাউনে। সেই সময় ভিতরে কয়েকজন কর্মী কাজ করছিলেন। আগুন বুঝতে পেরে তাঁরা দ্রুত  বাইরে বেরিয়ে আসেন। খবর যায় দলকল ডানকুনি থানায় । দমকলের ৭টি ইঞ্জিন আগুন নেভাতে আসে। ঘণ্টাখানেক পরে আরও ৪ টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। ১০ ইঞ্জিনের ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনের ভিতরের ওষুধ ও কার্টন মজুত ছিল প্রচুর পরিমাণে। সহজেই দাহ্য ওই সব কার্টন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পরে পুরো গোডাউনে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাঁচিলের ইট ভেঙে পড়তে দেখা যায়।

advertisement

আরও পড়ুন – Severe Heatwave Alert: কলকাতা আজ ৪০ পার করবে, অনুভূতি হবে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো, প্রবল তাপপ্রবাহের জ্বালায় বাংলা সহ একাধিক রাজ্য

এই বিষয়ে দমকলের পক্ষ থেকে রঞ্জন কুমার ঘোষ তিনি বলেন, সকালবেলা খবর পাওয়া মাত্রই দমকলের ৭টি ইঞ্জিন নিয়ে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। গোডাউনের ভিতরে ওষুধের মতন দাহ্য পদার্থ থাকার দরুণ খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের প্রচেষ্টায় আগুনকে আটকে দেওয়া হয়েছে যাতে তা আর অন্যত্র ছড়িয়ে না পড়ে।

advertisement

View More

ঘটনা প্রসঙ্গে গোডাউনের ম্যানেজার আশিস কর বলেন, প্রায় কয়েক কোটি টাকার ওষুধ মজুদ করা ছিল গোডাউনের মধ্যে। আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে সব কিছু। সকালবেলায় যে সমস্ত কর্মচারীরা কাজে এসেছিলেন তাঁরাই প্রথমে আগুনটি দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় দমকলকে। ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও এখনও আগুন সম্পূর্ণরূপে নেভে নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

Rahi Halder

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Massive Fire: লক্ষ-লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই, ৪ ঘণ্টা ধরে দমকলের জোর লড়াই করেও আগুন জ্বলছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল