সমাজ জীবনের মধ্যে বিদ্যালয় জীবন অত্যন্ত সুখকর। পাশাপাশি বন্ধুদের সাথে একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা করে জীবনের প্রতিষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা। তবে পারিবারিক অসচ্ছলতার কারণে কখনও চতুর্থ, কখনও পঞ্চম শ্রেণি, আবার কখনও অষ্টম শ্রেণীতে এসে বন্ধ করে দিতে হয় পড়াশোনা। স্বাভাবিকভাবে প্রান্তিক গ্রামীণ এলাকায় বাড়তে থাকে স্কুলছুটদের সংখ্যা।
প্রসঙ্গত বর্তমান সময়ে সরকারিভাবে বিদ্যালয়ের পড়ুয়াদের নানান সরকারি স্কলারশিপ, বিনামূল্যে বই, খাতা, ব্যাগ সরবরাহ করা হচ্ছে। তবু পারিবারিক চাপে কিংবা সংসার সামলাতে কম বয়স থেকেইবিদ্যালয়েযাচ্ছে না অনেকে। স্কুলছুট রুখতে, ছাত্র-ছাত্রীদের স্কুলে ফেরাতে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা এবং শিক্ষিকারা প্রান্তিক এলাকায় গিয়ে সাধারণ মানুষকে বোঝালেন, পাশাপাশি জানতে চাইলেন তাদের অসুবিধার কথা।
advertisement
আরও পড়ুন : কেরিয়ারে কোথায় বাধা? সব শুনলেন এসপি, বাতলে দিলেন উপায়
প্রসঙ্গত বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গড়ে উঠেছে কন্যাশ্রী ক্লাব। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের এই কন্যাশ্রী ক্লাব সারাবছর শিক্ষামূলক নানা কর্মসূচি নেয় বিভিন্ন এলাকায়। যার অঙ্গ হিসেবে এদিনের এই বিশেষ কর্মসূচি। পারিবারিক অভাব, সংসারের অসচ্ছলতার কারণে তাদের মেয়েকে বিদ্যালয়ে পাঠান না অভিভাবকরা। তাদের কাছে সরকারি নানা সুবিধার কথা তুলে ধরেন ছাত্রী থেকে শিক্ষিকারা। যদিও ছাত্রী ও শিক্ষিকাদের কথা শুনে তাদেরমেয়েকে বিদ্যালয়ে পাঠাবেন বলে জানানঅভিভাবকরা।
আরও পড়ুন : রাজ্যস্তরের সাঁতারে মেদিনীপুরের জয়জয়কার,জেলার ঝুলিতে সোনা, রূপো ও ব্রোঞ্জ
আর ক’দিন পরেই শুরু হবে নতুন সেশন। বিদ্যালয়ে চলবে ভর্তি। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং স্কুলছুট হওয়ার প্রবণতা রুখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড. লক্ষ্মী দাস অট্ট।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিদ্যালয়ে এই উদ্যোগ এবং ছাত্রীদের এই সহযোগিতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ