TRENDING:

East Bardhaman News: জলে ভাসছে শস্য ভাণ্ডার, 'শীতের' বৃষ্টিতে মাথায় হাত বর্ধমানের ধান চাষিদের

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার অধিকাংশ জায়গায় এই অসময়ের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে। কেউ কেউ হয়তো সবেমাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ। আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরও কটা দিনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: কথায় আছে, পাকা ধানে মই দেওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতকালের এই অকাল বর্ষণে কার্যত সেই অবস্থা বাংলার চাষিদের। ব্যতিক্রম নয় রাজ্যের শস্য ভাণ্ডার বলে পরিচিত পূর্ব বর্ধমান জেলাও। গত দু-তিন দিনের বৃষ্টি সঙ্গে মেঘলা আবহাওয়ায় বাস্তবিক অর্থেই ‘পাকা ধানে মই পড়েছে’ জেলার কৃষকদের! ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কায় ভুগছেন ধান চাষিরা। কারণ বছরের এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা। কিন্তু তার আগেই এই বৃষ্টিতে পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement

আরও পড়ুন: ফুলের সান্ধ্য বাজার চালু, আশার আলো দেখছেন চাষিরা

পূর্ব বর্ধমান জেলার অধিকাংশ জায়গায় এই অসময়ের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে। কেউ কেউ হয়তো সবেমাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ। আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরও কটা দিনের। কিন্তু সেই অপেক্ষাই কাল হল। নিখিল ঘোষ নামে এক চাষি বলেন, এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হবে। ধান তো কিছুই পাব না। আমার এখানে আড়াই বিঘা জমি আছে। ধান পাব না, ছেলে-পুলে খেতে পাবে না। কার্যকর হতাশার সুর শোনা যায় এই কৃষকের গলায়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত জাকোর এলাকায় একাধিক ধানের জমিতে জল জমে গিয়েছে। অসময়ের বৃষ্টিতে ব্যাপক সমস্যায় পড়েছেন এই এলাকার ধান চাষিরা। চাষিদের কথায়, দিনের পর দিন সারের দাম বাড়ছে। তার সঙ্গে লেবারের মজুরি, ট্রাক্টরের ভাড়া বাড়ছে। তা সত্ত্বেও বহু কষ্ট করে চাষ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জেরে সব শেষ হতে বসেছে। এখন সারা বছর পরিবার নিয়ে খাবেন কী সেটাই ভেবে পাচ্ছেন না চাষিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: জলে ভাসছে শস্য ভাণ্ডার, 'শীতের' বৃষ্টিতে মাথায় হাত বর্ধমানের ধান চাষিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল