আরও পড়ুন: ফুলের সান্ধ্য বাজার চালু, আশার আলো দেখছেন চাষিরা
পূর্ব বর্ধমান জেলার অধিকাংশ জায়গায় এই অসময়ের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে। কেউ কেউ হয়তো সবেমাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ। আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরও কটা দিনের। কিন্তু সেই অপেক্ষাই কাল হল। নিখিল ঘোষ নামে এক চাষি বলেন, এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হবে। ধান তো কিছুই পাব না। আমার এখানে আড়াই বিঘা জমি আছে। ধান পাব না, ছেলে-পুলে খেতে পাবে না। কার্যকর হতাশার সুর শোনা যায় এই কৃষকের গলায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত জাকোর এলাকায় একাধিক ধানের জমিতে জল জমে গিয়েছে। অসময়ের বৃষ্টিতে ব্যাপক সমস্যায় পড়েছেন এই এলাকার ধান চাষিরা। চাষিদের কথায়, দিনের পর দিন সারের দাম বাড়ছে। তার সঙ্গে লেবারের মজুরি, ট্রাক্টরের ভাড়া বাড়ছে। তা সত্ত্বেও বহু কষ্ট করে চাষ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জেরে সব শেষ হতে বসেছে। এখন সারা বছর পরিবার নিয়ে খাবেন কী সেটাই ভেবে পাচ্ছেন না চাষিরা।
বনোয়ারীলাল চৌধুরী