হাবরার নাংলা এলাকার আনিসুর রহমান মণ্ডলের লটারিতে পুরস্কার পাওয়ার খবর চাউর হতেই রীতিমতো উৎসবের মেজাজ এলাকায়। বাবা নিয়মিত লটারি খেললেও, ছেলের লটারিতে ভাগ্য বদল হতেই এখন সবাই আবু কায়েম মন্ডলকে ডাকছেন “কোটিপতির বাবা” বলে। আর তাতেই যেন খুশি হচ্ছেন লটারিতে পুরস্কার জেতা আনিসুরের বাবা। জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও সকালে কাজে বেরিয়েছিলেন আনিসুর। কাজের ফাঁকে পাশের এক লটারির দোকান থেকে একটি লটারির টিকিট কিনেছিলেন শখ করেই। দুপুরে সেই লটারি মেলানোর সময় রীতিমতো চক্ষু চড়কগাছ। ফলাফলের তালিকায় জ্বলজ্বল করছে তার টিকিটের নম্বর।
advertisement
আরও পড়ুন : অসাবধানে গায়ে এঁটো প্লেটের ছোঁয়া! বিয়েবাড়িতে অতিথিদের মারে হত তরুণ ওয়েটার
পুরস্কার হিসেবে কোটি টাকার মালিক হয়েছেন তিনি, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। ছেলে লটারিতে প্রথম পুরস্কার পেতেই আত্মহারা বাবা।পেশার রাজমিস্ত্রি আনিসুর অবশ্য পেশা বদল করতে রাজি নন। তবে শখ পূরণ করবেন অবশ্যই বলে জানান। কোটি টাকা জেতার আনন্দে এখন বাড়ি জুড়ে চলছে খাওয়া দাওয়া ও আনন্দ।