এদিন সকালে হাজারিবাগের গিরহোর থানায় অবস্থিত প্যানটি বনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা সহদেব সোরেন ও অন্য দুই মাওবাদী নিহত হন। বোকারো এবং গিরিডির সীমান্ত অঞ্চলে অবস্থিত এই বন।
আজ ভোর ৬টার দিকে একটি প্রচারের সময় কোবরা, গিরিডি ও হাজারিবাগ পুলিশের একটি যৌথ দল বনে চলে যায়।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে যুবক যুবতীরা যা করল, দেখে অবাক খোদ এলাকার বিধায়ক! তারপর যা করলেন…
জানা যাচ্ছে, দলটিকে জানানো হয়েছিল, ১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা সহদেব সোরেন একটি বড় মাওবাদী ঘটনা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। অনুসন্ধান অভিযানের সময় সহদেব সোরেনের স্কোয়াডের সঙ্গে মুখোমুখি হয়েছিল সুরক্ষা বাহিনী। এই অভিযানে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজন ১ কোটি পুরস্কারের সহদেব সোরেন নামে পরিচিত। বাকি দু’জন মাওবাদী যথাক্রমে ২৫ লক্ষের রঘুনাথ হেমব্রম ও ১০ লক্ষ পুরস্কারের বীরসেন গঞ্জু হিসেবে বর্ণনা করা হচ্ছে।