TRENDING:

১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা নিহত! মৃত আরও ২, সাতসকালেই বড় অভিযান

Last Updated:

Maoist Leader Killed: দলটিকে জানানো হয়েছিল, ১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা সহদেব সোরেন একটি বড় মাওবাদী ঘটনা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। অনুসন্ধান অভিযানের সময় সহদেব সোরেনের স্কোয়াডের সঙ্গে মুখোমুখি হয়েছিল সুরক্ষা বাহিনী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজু সিং, ঝাড়গ্রামঃ নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত তিন মাওবাদী। সোমবার সকালে হাজারিবাগের গিরহোর থানায় অবস্থিত প্যানটি বনে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে অন্যতম মাওবাদী নেতা সহদেব সোরেন। বাকি দু’জন রঘুনাথ হেমব্রম ও বীরসেন গঞ্জু।
মাওবাদী দমন অভিযান। প্রতীকী ছবি
মাওবাদী দমন অভিযান। প্রতীকী ছবি
advertisement

এদিন সকালে হাজারিবাগের গিরহোর থানায় অবস্থিত প্যানটি বনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা সহদেব সোরেন ও অন্য দুই মাওবাদী নিহত হন। বোকারো এবং গিরিডির সীমান্ত অঞ্চলে অবস্থিত এই বন।

আজ ভোর ৬টার দিকে একটি প্রচারের সময় কোবরা, গিরিডি ও হাজারিবাগ পুলিশের একটি যৌথ দল বনে চলে যায়।

advertisement

আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে যুবক যুবতীরা যা করল, দেখে অবাক খোদ এলাকার বিধায়ক! তারপর যা করলেন…

জানা যাচ্ছে, দলটিকে জানানো হয়েছিল, ১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা সহদেব সোরেন একটি বড় মাওবাদী ঘটনা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। অনুসন্ধান অভিযানের সময় সহদেব সোরেনের স্কোয়াডের সঙ্গে মুখোমুখি হয়েছিল সুরক্ষা বাহিনী। এই অভিযানে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।

advertisement

নিহতদের মধ্যে একজন ১ কোটি পুরস্কারের সহদেব সোরেন নামে পরিচিত। বাকি দু’জন মাওবাদী যথাক্রমে ২৫ লক্ষের রঘুনাথ হেমব্রম ও ১০ লক্ষ পুরস্কারের বীরসেন গঞ্জু হিসেবে বর্ণনা করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১ কোটি পুরস্কারের মাওবাদী নেতা নিহত! মৃত আরও ২, সাতসকালেই বড় অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল