হাসপাতাল চত্বরে যুবক যুবতীরা যা করল, দেখে অবাক খোদ এলাকার বিধায়ক! তারপর যা করলেন...

Last Updated:
দীর্ঘদিন ধরে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর নোংরা আবর্জনা ও আগাছায় পরিপূর্ণ থাকার পর অবশেষে এনএসএস ভলেন্টিয়ারদের হাতের ছোঁয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার এক সুন্দর রূপ পেল।
1/6
দীর্ঘদিন ধরে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর নোংরা আবর্জনা ও আগাছায় পরিপূর্ণ থাকার পর অবশেষে এন এস এস ভলেন্টিয়ারদের হাতের ছোঁয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার এক সুন্দর রূপ পেল (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
দীর্ঘদিন ধরে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর নোংরা আবর্জনা ও আগাছায় পরিপূর্ণ থাকার পর অবশেষে এনএসএস ভলেন্টিয়ারদের হাতের ছোঁয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার এক সুন্দর রূপ পেল। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
2/6
বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ও আগাছায় পরিপূর্ণ হয়েছিল অবশেষে যামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়ার এর যুবক যুবতীরা আগিয়ে এলেন (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ও আগাছায় পরিপূর্ণ হয়েছিল অবশেষে যামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়ারের যুবক যুবতীরা  এগিয়ে এলেন। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
3/6
রবিবার সকাল থেকেই সিনিয়র ভলেন্টিয়ার হারাধন কর্মকারের নেতৃত্বে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর পরিষ্কারের কাজ করেন এই ভলেন্টিয়াররা, একেবারে মুখে মাক্স ও হাতে হ্যান্ড গ্লাভস নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন তারা (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
রবিবার সকাল থেকেই সিনিয়র ভলেন্টিয়ার হারাধন কর্মকারের নেতৃত্বে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর পরিষ্কারের কাজ করেন এই ভলেন্টিয়াররা, একেবারে মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাভস নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন তারা। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
4/6
ভলেন্টিয়ারদের কাজে খুশি স্থানীয় বিধায়ক সহ এলাকার মানুষ‌। এই দিন ভলেন্টিয়ারদের সাথে খোদ বিধায়ক অলোক মুখার্জি কাজে হাত লাগান, দেখা যায় বেলচা নিয়ে নোংরা আবর্জনা তুলেন তিনি, এবং বেশ কিছুক্ষণ তাদের সাথে সময় কাটান তিনি (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
ভলেন্টিয়ারদের কাজে খুশি স্থানীয় বিধায়ক সহ এলাকার মানুষ‌। এদিন ভলেন্টিয়ারদের সঙ্গে খোদ বিধায়ক অলোক মুখার্জি কাজে হাত লাগান, দেখা যায় বেলচা নিয়ে নোংরা আবর্জনা তুলেন তিনি এবং বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে সময় কাটান তিনি। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
5/6
এনএসএস ভলেন্টিয়ার রিয়া বর্ধন বলেন আমরা প্রত্যেক রবিবার কিছু না কিছু সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি। যেকোনো গুরুত্বপূর্ণ জায়গা নোংরা আবর্জনা হয়ে থাকলে আমরা সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
এনএসএস ভলেন্টিয়ার রিয়া বর্ধন বলেন, "আমরা প্রত্যেক রবিবার কিছু না কিছু সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি। যেকোনও গুরুত্বপূর্ণ জায়গা নোংরা আবর্জনা হয়ে থাকলে আমরা সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি"। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
6/6
বিধায়ক অলোক মুখার্জি বলেন এন এস এস ভলেন্টিয়াররা যেভাবে এই কাজে আগেই এসেছে, তাতে আমরা খুব খুশি, আমি নিজেও এই কাজে হাত লাগিয়েছি। যামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়ারদের জন্য যা সহযোগিতা লাগবে তার জন্য আমি পাশে আছি (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
বিধায়ক অলোক মুখার্জি বলেন, "এনএসএস ভলেন্টিয়াররা যেভাবে এই কাজে আগেই এসেছে, তাতে আমরা খুব খুশি, আমি নিজেও এই কাজে হাত লাগিয়েছি। যামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়ারদের জন্য যা সহযোগিতা লাগবে তার জন্য আমি পাশে আছি"। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
advertisement
advertisement