আরও পড়ুন: প্রযুক্তির কামাল! বেঙ্গালুরুতে বসে ফরাক্কার অফিসে আটকে দিল চুরি
আগুনে পুড়ে গোটা কারখানাটি ছাইয়ের স্তুপে পরিণত হয়। কারখানার এই অবস্থা দেখে চোখ ছল ছল করতে থাকে মায়া প্রামণিক, প্রতিমা প্রামাণিকদের মত ৩০-৩৫ জন মহিলা সহ শতাধিক শ্রমিকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ পাঁচলার ওই টিস্যু কারখানায় আগুনের শিখা দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যে দমকল এসে পৌঁছলেও ততক্ষণে গোটা কারখানায় ছড়িয়ে যায় আগুন।
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে এরপর উলুবেড়িয়া, আলমপুর ও হাওড়া থেকে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় কারখানার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কারখানাটি আগুনে পুড়ে যাওয়ায় বহু মানুষ কাজ হারিয়েছেন। এদিন সেই পরিবারগুলোর চোখে দেখা যায় জল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রসঙ্গে ওই কারখানার শ্রমিক মায়া প্রামানিক জানান, প্রায় তিন বছর কাজ করছি। বাড়িতে অসুস্থ স্বামী। এই কারখানায় কাজ করে কোনওরকমে সংসার চলে। আবার কবে কারখানা আবার চলতে শুরু করবে কে জানে। কীভাবে সংসার চলবে জানা নেই। অন্যদিকে প্রতিমা জানান, এখানে কাজ করে কোনও রকমের সংসার চলে। কাজ হারিয়ে ফেললাম, মাথায় চেপে বসল দুশ্চিন্তা।
রাকেশ মাইতি





