Murshidabad News: প্রযুক্তির কামাল! বেঙ্গালুরুতে বসে ফরাক্কার অফিসে আটকে দিল চুরি
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ডেলিভারি সংস্থার অফিস সূত্রে জানা গিয়েছে, তাঁদের হেড অফিস বেঙ্গালুরুতে। সেখানে বসে সিসিটিভির মাধ্যমে অন্যান্য শাখা অফিসগুলি ও গোডাউনের উপর সর্বসময় নজরদারি চালানো হয়। সোমবার রাতে তেমনই নজরদারি চলার সময় হঠাৎ নজরে আসে, ফরাক্কার আলিনগরে সংস্থার অফিসে চুরির চেষ্টা হচ্ছে
মুর্শিদাবাদ: প্রযুক্তির কামাল! স্রেফ অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রুখে দেওয়া গেল বড়সড় চুরি। দু’হাজার কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে বসে ফরাক্কাতে ঠেকানো গেল চুরি। রাতের অন্ধকারে একটি নামি ডেলিভারি সংস্থার অফিসে দেওয়াল কেটে চুরির চেষ্টা হচ্ছিল। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে ফরাক্কার আলিনগর এলাকায়।
ওই ডেলিভারি সংস্থার অফিস সূত্রে জানা গিয়েছে, তাঁদের হেড অফিস বেঙ্গালুরুতে। সেখানে বসে সিসিটিভির মাধ্যমে অন্যান্য শাখা অফিসগুলি ও গোডাউনের উপর সর্বসময় নজরদারি চালানো হয়। সোমবার রাতে তেমনই নজরদারি চলার সময় হঠাৎ নজরে আসে, ফরাক্কার আলিনগরে সংস্থার অফিসে চুরির চেষ্টা হচ্ছে। বেঙ্গালুরু থেকে তখন ফরাক্কার ম্যানেজারকে ফোন করে বলা হয়, অফিসের মধ্যে দু’জন চোর আছে। এরপর স্থানীয় ম্যানেজার লোকজন নিয়ে অফিসে এসে হাজির হন। দেখেন, দেওয়াল কেটে দু’জন চোর ভিতরে ঢুকে পড়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা গিয়েছে, সকলে এসে পৌঁছানোর আগেই ওই দুই চোর ক্যাশ বাক্স ও পাঁচটি ডেলিভারি প্যাকেট ছিঁড়ে ফেলেছিল। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। একটু দেরি হলেই হয়তো তারা পগার পার হয়ে যেত। সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে, প্রায় ২৫-৩০ মিনিট অফিসের মধ্যে তাণ্ডব চালায় ওই দুই চোর। তবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত হাতেনাতে ধরা হয় তাদেরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2023 5:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: প্রযুক্তির কামাল! বেঙ্গালুরুতে বসে ফরাক্কার অফিসে আটকে দিল চুরি








