পশ্চিমবঙ্গ সরকারের আর্টিসান কার্ড হল রাজ্যের হস্তশিল্পী এবং তাঁতিদের জন্য একটি সরকারি পরিচয়পত্র। এই কার্ডের মাধ্যমে কারিগররা বিভিন্ন সরকারি সুবিধা এবং প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এই কার্ডের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। এই কার্ড ব্যবহার করে ঋণ সহায়তা পেতে পারে। সরকারি সাহায্যে প্রশিক্ষণ পেতে পারে। কাঁচামাল ক্রয় এবং তৈরি জিনিস বাজারজাত করার সুবিধা পেতে পারে এই পরিচয়পত্রের মাধ্যমে।
advertisement
হস্ত ও কুটির শিল্প বাংলার ঐতিহ্য। মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের জন্য বিভিন্ন সহায়ক প্রকল্প চালু হয়েছে। আজ আমতা-২ ব্লকের ১৫০ জন মৃৎশিল্পী সহ প্রায় দু’শো জন বিভিন্ন কুটিরশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীবন্ধুদের হাতে আর্টিসানস কার্ড তুলে দেওয়া হল।
এ প্রসঙ্গে আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল জানান, আগামী দিনে কুটির শিল্পের সঙ্গে যুক্ত সকল শিল্পীবন্ধু যাতে এই প্রকল্পের সুবিধা পান তার জন্য সকলকে সচেতন করার প্রয়াস জারি থাকবে। হস্তশিল্পীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প বা পরিচয়পত্রের সুবিধা, তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হবে।
রাকেশ মাইতি






