এই এলাকাটি ভাঙন প্রবণ। বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ে এখানে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভের জঙ্গল। কিন্তু সেখানেই নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে পাকা বাড়ি তৈরী ও পুকুর খননের কাজ।এ নিয়ে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানিয়েছেন, গ্রামবাসীরা ব্লক প্রশাসন, থানা ও বনদফতরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও বিষয়টি জেনেছেন। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির পারাপার দাসনগর থেকে সাঁকরাইলে
এর আগে নামখানার ঈশ্বরীপুরে বেআইনিভাবে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযোগ ছিল নদীর চর দেদার দখল করা হচ্ছে।
আরও পড়ুন: আর জেলা সভাপতি নন অনুব্রত, বীরভূম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! কেষ্টর মাথায় বসলেন কে?
এরপর সেখানে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করার কাজ চলছে। এই ভাবে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করায় পরিবেশের উপর প্রভাব পড়তে পারে। এই ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তা দেখতে হবে সকলকে। তা না হলে ক্ষতি হয়ে যাবে অনেক এমনটাই মনে করছেন স্থানীয়রা।