কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোম স্টের সুবিধার্থে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ তাদের বক্তব্য, এই মাতলা নদীর এই জায়গা ভাঙন প্রবণ এলাকা৷ মাঝেমধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে৷ ভাঙন রুখতে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই৷ সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ৷ গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল৷ সবাই সেখানে ব্যস্ত ছিল৷ সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে৷ গ্রামবাসীরা সকালে উঠে দেখেন একটাও গাছ নেই৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়৷
advertisement
আরও পড়ুন: বাঁধ হচ্ছে কৈখালিতে! সুন্দরবনের প্রবেশদ্বারে অসুবিধা দুর পর্যটক থেকে স্থানীয়দের
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে৷ যদিও অভিযোগ অস্বীকার হোম স্টে কতৄপক্ষের। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের৷ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে৷ এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ জানান, এই বিষয়ে তদন্তের জন্য বন দফতরকে নির্দেশ দেওয়া হবে৷ কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷
সুমন সাহা





