South 24 Parganas News: বাঁধ হচ্ছে কৈখালিতে! সুন্দরবনের প্রবেশদ্বারে অসুবিধা দুর পর্যটক থেকে স্থানীয়দের

Last Updated:
+
নতুন

নতুন বাঁধ কৈখালী তে

দক্ষিণ ২৪ পরগনা: আইলা থেকে আমফান ভেঙে গিয়েছে একাধিক বাঁধ। নদী পাড়ে বাস সবসময় মনে আতঙ্ক নিয়ে দিনযাপন করতে হয় বাসিন্দাদের। প্রতিবছরই সুন্দরবনের লেগে থাকে একের পর এক দুর্যোগ কখন কী হয়, এই ভেবে। তবে এই সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কৈখালী। আর এই কৈখালীতে সারা বছর পর্যটক ভিড় করে। ধীরে ধীরে এই কৈখালী একটি পর্যটন কেন্দ্র বিন্দু গড়ে উঠছে। আরে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে কৈখালী ঘেষা নদী বাঁধের অবস্থা সংকটজনক হয়।
আর তা নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল পর্যটক থেকে পর্যটকদের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে বারবার স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী তীর রক্ষা বাঁধের। অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে কৈখালীতে তৈরি হচ্ছে উন্নততর বাঁধের। দীর্ঘদিন বুকের মধ্যে পুষে রাখা স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে তাই উচ্ছ্বসিত পর্যটক থেকে নদীর পাড়ের বাসিন্দারা। দেখা দিয়েছে তাদের মাঝে স্বস্তি। কৈখালী নদী পাড় এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধ নির্মাণে কাজ চলছে। তবে, বাঁধ নির্মাণে যেন কোনও অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখার দাবি স্থানীয়দের। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে, ওই সমস্ত এলাকার বাসিন্দারা খুবই আনন্দিত। এখন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে কৈখালী স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কৈখালী পর্যটক ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্য সরকার এর আগেও কংক্রিটের বাঁধ করার কথা ঘোষণা করেছিল। তবে কবে হবে সেই মেয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। কিন্তু যেভাবে একের পরে প্রাকৃতিক দুর্যোগ আসতেই সমস্যায় পড়েন গ্রামবাসীরা। তবে এবার বড়সড় বিপদ হয়নি। তাই ভবিষ্যতে যাতে আর সমস্যা না হয়, তাই কংক্রিটের পাকা বাঁধ তৈরির কাজ শুরু হল।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাঁধ হচ্ছে কৈখালিতে! সুন্দরবনের প্রবেশদ্বারে অসুবিধা দুর পর্যটক থেকে স্থানীয়দের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement