TRENDING:

Howrah Murder: পাঁচ বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে স্ত্রীকে খুন! পালানোর আগেই হাওড়ায় পুলিশের জালে স্বামী

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক ধরে মালিপাঁচঘড়ার ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিল সাউ দম্পতি৷ কিন্তু মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তির আওয়াজ পেতেন প্রতিবেশীরা (Howrah Murder৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: পাঁচ বছরের মেয়েকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখে স্ত্রীকে খুন (Murder) করল স্বামী৷ তার পর ব্যাগ গুছিয়ে পালানোর পরিকল্পনাও করেছিল অভিযুক্ত৷ যদিও প্রতিবেশীদের তৎপরতায় পালানোর আগেই ধৃতকে ঘটনাস্থল েথকে গ্রেফতার করল পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এ দিন সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) মালিপাঁচঘড়া থানা এলাকার শ্রীরাম ঢ্যাং রোডে৷ পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে খুন করেছে পেশায় ক্যাব চালক শুভম সাউ নামে ওই ব্যক্তি৷ মৃতার নাম সুইটি সাউ৷

আরও পড়ুন: পায়েস খাওয়ানোর পর কোদাল দিয়ে স্ত্রী ও সন্তানদের কুপিয়ে খুন! ১১ পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা যুবকের

advertisement

স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক ধরে মালিপাঁচঘড়ার ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিল সাউ দম্পতি৷ কিন্তু মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তির আওয়াজ পেতেন প্রতিবেশীরা৷ এ দিনও সকাল থেকেই দু' জনের মধ্যে বাদানুবাদ শুনতে পান প্রতিবেশীরা৷ এক সময় সুইটির আর্তনাদে তাঁদের সন্দেহ হয়৷

এর পরই প্রতিবেশীদের তরফেই খবর যায় মালিপাঁচঘড়া থানায়৷ দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় মালিপাঁচঘড়া থানার পুলিশ৷ শুভম সাউয়ের ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে গৃহবধূর দেহ৷ ঘরের ভিতরেই ছিল সুইটির স্বামী শুভম সাউ৷

advertisement

আরও পড়ুন: মানুষের মাংস খেলে নাকি সারবে মাথার রোগ ! আমেরিকায় গ্রেফতার ‘নরখাদক’

পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে নিচ্ছিল সে৷ ঘটনাস্থল থেকেই শুভমকে আটক করে পুলিশ৷ জানা গিয়েছে, নিহতের মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন ছিল৷ মৃতদেহের পাশেই হাতুড়ি, স্ত্রু এবং ইলেক্ট্রিকের কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যদিও এত ঘটনা টেরই পায়নি পাশের ঘরে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুটি৷ তাঁকে ঘুমন্ত অবস্থাতেই উদ্ধার করে আত্মীয়দের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ কী কারণে সে স্ত্রীকে খুন করল, অভিযুক্ত স্বামীকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Murder: পাঁচ বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে স্ত্রীকে খুন! পালানোর আগেই হাওড়ায় পুলিশের জালে স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল