TRENDING:

মুণ্ড নেই, শুধু ধড়! ক্ষতিগ্রস্থ লিঙ্গ...পাশে চিপসের প্যাকেট! বীভৎস কাণ্ড দত্তপুকুরে!

Last Updated:

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার মালিয়াকুর বাজিতপুরে মুণ্ডহীন, অর্ধদগ্ধ এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, মাথার খোঁজ এখনও মেলেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিয়াউল আলম, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর থানার মালিয়াকুর বাজিতপুরে একটি কৃষি জমি থেকে  অর্ধদগ্ধ এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, মৃত যুবকের আনুমানিক বয়স চল্লিশের কাছাকাছি। দেহটি গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছে, লিঙ্গও ক্ষতিগ্রস্ত। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং দাহ্য পদার্থ দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে মুন্ডহীন, অর্ধদগ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। সকালে কৃষিকাজ করতে এসে স্থানীয়রা মাঠের মাঝে ওই বীভৎস দেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এখনও মাথার খোঁজ পাওয়া যায়নি, যা তদন্তকে জটিল করে তুলেছে। খুনের ঘটনায় চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে মুন্ডহীন, অর্ধদগ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। সকালে কৃষিকাজ করতে এসে স্থানীয়রা মাঠের মাঝে ওই বীভৎস দেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এখনও মাথার খোঁজ পাওয়া যায়নি, যা তদন্তকে জটিল করে তুলেছে। খুনের ঘটনায় চাঞ্চল্য
advertisement

আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের

আরও পড়ুন- ‘ধনকে দেখিলু…মনকে চিনলু নাই’ ভাইরাল গানের ‘নায়ক’ এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য

সকালে কৃষিকাজ করতে এসে স্থানীয়রা মাঠের মাঝে ওই বীভৎস দেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এখনও মাথার খোঁজ পাওয়া যায়নি, যা তদন্তকে জটিল করে তুলেছে।

advertisement

আরও পড়ুন- বেয়ে বেয়ে উঠে যায় সোজা ঘিলুতে! জানেন, কোন ‘৬ সবজি’ ফিতাকৃমির আঁতুড়ঘর? ভয়ানক রোগ এড়াতে কী ভাবে খাবেন জানুন!

আরও পড়ুন-হিট ছবির পর ‘ঘরের বউ’! MLA-এর ছেলের প্রেমে পড়েই ইন্ডাস্ট্রি ছাড়েন, বদলান ধর্ম! এত দিনে মুখ খুললেন নায়িকা…

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চশমা, চিপসের প্যাকেট-সহ কয়েকটি সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।

advertisement

মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশের কুকুর সবজি ক্ষেত থেকে চিপসের প্যাকেট ও মদের বোতল খুঁজে পায়। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খালে পৌঁছায় স্নিফার ডগ। বর্তমানে পুলিশি তল্লাশি চলছে, তবে এখনও দেহাংশের মাথা উদ্ধার করা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পর মাথাটি খালে ফেলা হয়েছে। খালের জল গভীর হওয়ায় ডুবুরি নামিয়ে মাথা খোঁজার কাজ শুরু করবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুণ্ড নেই, শুধু ধড়! ক্ষতিগ্রস্থ লিঙ্গ...পাশে চিপসের প্যাকেট! বীভৎস কাণ্ড দত্তপুকুরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল