আরও পড়ুন- ‘ধনকে দেখিলু…মনকে চিনলু নাই’ ভাইরাল গানের ‘নায়ক’ এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য
সকালে কৃষিকাজ করতে এসে স্থানীয়রা মাঠের মাঝে ওই বীভৎস দেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এখনও মাথার খোঁজ পাওয়া যায়নি, যা তদন্তকে জটিল করে তুলেছে।
advertisement
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চশমা, চিপসের প্যাকেট-সহ কয়েকটি সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।
মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশের কুকুর সবজি ক্ষেত থেকে চিপসের প্যাকেট ও মদের বোতল খুঁজে পায়। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খালে পৌঁছায় স্নিফার ডগ। বর্তমানে পুলিশি তল্লাশি চলছে, তবে এখনও দেহাংশের মাথা উদ্ধার করা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পর মাথাটি খালে ফেলা হয়েছে। খালের জল গভীর হওয়ায় ডুবুরি নামিয়ে মাথা খোঁজার কাজ শুরু করবে।