স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল ওই পরিবারে। যদিও এই খুনের ঘটনার পরই অভিযুক্ত মোহাম্মদ আলম টিটাগর থানায় আত্মসমর্পণ করেন। আত্মীয়র কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছিল অভিযুক্ত মোহাম্মদ আলম। সেই টাকা না দেওয়াতেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
আরও পড়ুন: কয়লা ও গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্য পুলিশের সমস্ত মামলার তথ্য নিল ইডি
advertisement
এদিকে, বাড়ির সামনে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হলেন এক মহিলা। নিহত মহিলার নাম সাইদা বিবি (৩৩)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিন্দা গ্রামে। নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, তাদের বাড়ির পাশে একটি পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। সেই গন্ডগোলের জেরে আজ সকালে ইব্রাহিম শেখ নামে ওই বাড়ি মালিক সহ তার দলবল হঠাৎ চড়াও হয় পাশের বাড়ির লোকজনের উপর।
আরও পড়ুন: বীরভূমে পরপর দুটি ট্রাক আটকাল পুলিশ, ভিতরে যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
দুই পক্ষের ইট ছোড়াছুড়ির মধ্যে শাবল দিয়েও হামলা করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় এক পক্ষের মোট চার জন আহত হন। তাদের মধ্যে সাইদা বিবি নামে এক গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় একজনকে আটক করেছে বেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।