TRENDING:

স্নান করতে যাওয়াই কাল হল! দিনদুপুরে দাসপুরে যা ঘটল... আতঙ্ক এলাকায়!

Last Updated:

ঘটনা জানাজানি হওয়ার পর খবর যায় থানায়। ওসি, ঘাটালের এসডিপিও, স্থানীয় বিধায়ক সহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা পৌঁছন ঘটনাস্থলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দাসপুরে ফের জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। স্নান করতে নেমে তলিয়ে যান সীতারাম সিং। বোট নামিয়ে শুরু হয় খোঁজ, সন্ধ্যার আগেই NDRF-এর তৎপরতায় উদ্ধার হয় তাঁর মৃতদেহ। বানভাসী বন‍্যায় এই খবরে একদিকে নেমেছে শোকের ছায়া, তেমনই অন‍্যদিকে এলাকাবাসীকে ঘিরে ধরেছে আতঙ্ক। বিশেষত ছোট শিশুদের নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে। রবিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে দাসপুর থানার হরিরাজপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাড়ির পাশে খালের জলে স্নান করতে নেমে বাচ্চাদের জলের মধ্যেই বিভিন্ন রকম খেলা দেখাচ্ছিলেন সীতারাম। সেই সময়ই ঘটে বিপত্তি, জলে তলিয়ে যান তিনি।
advertisement

এলাকাবাসী খোঁজাখুঁজি করলেও সীতারামের খোঁজ মেলে না। স্থানীয়দের কথায়, এই খালের গভীরতা অনেক। ঘটনা জানাজানি হওয়ার পর খবর যায় দাসপুর থানায়। থানার ওসি, ঘাটালের এসডিপিও, স্থানীয় বিধায়ক সহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা পৌঁছান ঘটনাস্থলে। তলিয়ে যাওয়া ব্যক্তির সন্ধানে খালের জলে নামানো হয় NDRF-এর বোট। শুরু হয় তল্লাশি। অবশেষে সন্ধ্যা নামার আগে খালের জল থেকে উদ্ধার হয় মৃত সীতারাম সিং-এর দেহ। শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।

advertisement

আরও পড়ুনঃ অবসর সময়ে হাতের কাজ করে রাজ্যে সেরা! তাক লাগালেন জঙ্গলমহলের ‘এই’ স্কুল শিক্ষক

এই প্রথম নয়, সাম্প্রতিক অতীতে দাসপুরে মোট তিনজনের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল। আগে দু’জনের দেহ উদ্ধার হয়েছিল। এবার হরিরাজপুরে তলিয়ে যাওয়া ব্যক্তির খোঁজে সন্ধান চালিয়ে নিথর দেহ উদ্ধার করা হল। প্রশাসনের তরফে সচেতন ও সতর্ক করার পরেও একের পর এক এই ধরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বন‍্যার জল মানে একদিকে যেমন ফসল জলের তলায়, ঘরবাড়ি, জীবন-জীবিকার ধ্বংসলীলা, শিক্ষার্থীদের বেহাল পরিস্থিতি; তেমনই পদে পদে থাকে প্রাণের ঝুঁকি। কখনও সাপের আতঙ্ক কখনও আবার ডুবে গিয়ে অকালে প্রাণ চলে যাওয়ার মত ঘটনা ঘটে। প্রত্যেক বছর এই এক ছবি দেখতে দেখতে ক্লান্ত বানভাসী মানুষরা। প্রশ্ন উঠছে, ঘাটাল, দাসপুর সহ বানভাসী মানুষদের জীবনে কি সুখ আসবে না? তাদের কি নিশ্চিন্তে জীবন কাটানোর অধিকার নেই?

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্নান করতে যাওয়াই কাল হল! দিনদুপুরে দাসপুরে যা ঘটল... আতঙ্ক এলাকায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল