মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত রানিবাগান এলাকায়। ঘটনার পর পুলিশ দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ ৫ টাকাতেই ‘সুরক্ষা’! মেয়েদের জন্য বিশেষ উদ্যোগ জেলা স্বাস্থ্য দফতরের
জানা গিয়েছে, বহরমপুরের বাসিন্দা আলি হাসান পেশায় একজন শিক্ষক। গত কয়েক মাস ধরে রানিবাগান এলাকায় তাঁর নতুন বাড়ি তৈরি করাচ্ছেন। ওই বাড়িতে মজিবুর সহ আরও কয়েক জন বিদ্যুৎ মিস্ত্রি কাজ করছেন। এদিন বিদ্যুতের তার এবং বিভিন্ন সুইচ লাগানোর পর মজিবুর মালিকের কাছ থেকে প্রাপ্য টাকা চাইতে যান। কিন্তু সেই সময় মজুরি নিয়ে দু’জনের মধ্যে বিবাদ বেঁধে যায়। অভিযোগ, বিবাদের সময় রাগের মাথায় মজিবুরকে লক্ষ্য করে বিদ্যুৎ পরিবাহী তার ছুঁড়ে দেন হাসান। তাতেই মৃত্যু হয় শ্রমিকের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের অভিযোগ, নবগ্রাম থেকে বহরমপুর আসতেন মজিবুর। সেখানে বিদ্যুতের কাজ করতেন তিনি। মজুরি নিয়ে বিবাদের সময় রাগের মাথায় মজিবুরকে লক্ষ্য করে বিদ্যুৎ পরিবাহী তার ছুঁড়ে দেন বাড়ির মালিক। তাতেই সব শেষ! বহরমপুর থানায় এই ঘটনা জানানো হয়েছে। বহরমপুর থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।