বাঁকুড়ার গ্রীন গ্রার্ডেনের উল্টো দিকে সতীঘাটের একটি শোরুমের দোতলায় এদিন এই শুটিং সেন্টারের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মিস্টার ভি কে ধল, সহ সভাপতি আন্তর্জাতিক রাইফেল এসোসিয়েশন অফ ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গ রাইফেল এসোসিয়েশনের সভাপতি, রূপেশ সাউ, অভিনাভ সাউ এর অভিভাবক তথা আন্তর্জাতিক মেডেল জয়ী, বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার। ১০ মিটারের তিন ধরনের শুটিং শেখান হবে এই সেন্টারে। সপ্তাহে দুই দিন! সেন্টারে ভর্তি হতে গেলে কত সাবস্ক্রিপশন থাকবে সেটি এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা।
advertisement
মাম্পি শুটিং এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মামনি চ্যাটার্জী জানান, বাংলায় শুটিং স্পোর্টসের প্রতি আগ্রহ বাড়ছে ছেলেমেয়েদের। কিন্তু পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভাই বিকশিত হতে পারে না। এই শুটিং এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সুযোগ মিলবে। নতুন প্রজন্মকে পেশাদার রাইফেল ও পিস্তল শুটিংয়ে উৎসাহিত করতে এই শুটিং সেন্টারে থাকবে আধুনিক শুটিং রেঞ্জ, অভিজ্ঞ প্রশিক্ষক এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ব্যবস্থাও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়ার বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে শুটিং সেন্টারকে ঘিরে প্রবল আগ্রহ দেখা গিয়েছে। আশা করা হচ্ছে, বাঁকুড়ায় এই শুটিং সেন্টার থেকে আগামীদিনে অনেক জাতীয় ও আন্তর্জাতিক মানের শুটার উঠে আসবে।
নীলাঞ্জন ব্যানার্জী