প্রশাসনিক বৈঠক থেকে নদিয়া জেলার একাধিক প্রকল্প উন্নয়ন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই প্রশাসনিক বৈঠক থেকে কয়েকটি ভেসেলের সূচনা ও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর। কালীপুজোর আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মূলত জলপাইগুড়ি জেলায় মাল নদীতে হড়পা বানে মৃত পরিবারদের আত্মীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন কালীপুজো মিটলেই ফের তিনি তার জেলা সফর শুরু করবেন।
advertisement
আরও পড়ুন: বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের, ইডি-র এক সমনেই সমস্যা বাড়তে পারে কয়েক গুণ!
আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে তেমনটাই ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। তার আগেই বিভিন্ন ব্লকে ব্লকে যে কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি যাতে দ্রুত শেষ করা হয় সে বিষয়েও নদীয়া জেলার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: চরম বিপদে অনুব্রত মণ্ডল, এক পদক্ষেপেই খেলা ঘুরিয়ে দিতে পারে ইডি!
পাশাপাশি ১০০ দিনের কাজ নিয়েও বৃহস্পতিবার এ প্রশাসনিক বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে মুখ্য সচিবের দফতর। মনে করা হচ্ছে বৃহস্পতিবারে প্রশাসনিক বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে নদীয়া জেলার উন্নয়ন নিয়েও গুরত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।