মঙ্গলবার মালদহ জেলায় মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, বুধবার বোলপুরে বীরভূম জেলার এবং এদিন পূর্ব ও পশ্চিমে এই দুই বর্ধমানে সরকারি পরিষেবার বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগেই বিভিন্ন জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিতে চান স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই তার জেলা সফর শেষ হচ্ছে। এদিন পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিয়ে বিকেলেই কলকাতা ফিরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহে বিধানসভা ভোটের প্রচারে ত্রিপুরা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা থেকে ফিরে এসেই ফের জেলা সফরে বের হতে পারেন তৃণমূল নেত্রী। যদিও এর মাঝে রাজ্য বিধানসভার অধিবেশন আছে।
advertisement
আরও পড়ুন: বিরাট বদল আবহাওয়ায়! ফিরছে শীত? সঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট! হাওয়া অফিসের পূর্বাভাস
নবান্ন সূত্রে খবর এরপর পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই এই কর্মসূচিও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি ও নিতে শুরু করেছে নবান্নের শীর্ষ মহল। বুধবার বোলপুরের অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ফের মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আজ বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, হতে পারে বড় ঘোষণা! তৎপরতা তুঙ্গে
বিশেষত বুধবার কেন্দ্রের তরফে পেশ করা বাজেট নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকেও কেন্দ্রের বিরুদ্ধে ১০০দিনের কাজের টাকা না দেওয়াসহ একাধিক ইস্যু নিয়ে ফের যে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।