TRENDING:

Mamata Banerjee: 'আমরাও টাকা বন্ধ করতে পারি!' ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রকে পাল্টা হুঁশিয়ারি মমতার

Last Updated:

বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে এ দিন ঝাড়গ্রামে একটি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: একশো দিনের প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের প্রাপ্য বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার৷ বেশ কিছু দিন ধরেই এ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের নেতা মন্ত্রীরা৷ এবার পাল্টা জিএসটি বন্ধ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷ ঝাড়গ্রামের সভা থেকে মমতার হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকার যদি দ্রুত বিভিন্ন খাতে প্রাপ্য রাজ্যের পাওনা না মিটিয়ে দেয়, তাহলে রাজ্য থেকেও কেন্দ্রীয় সরকারকে জিএসটি আদায় করতে দেবেন না তাঁরা৷
কেন্দ্রীয় সরকারকে পাল্টা হুঁশিয়ারি মমতার৷
কেন্দ্রীয় সরকারকে পাল্টা হুঁশিয়ারি মমতার৷
advertisement

বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে এ দিন ঝাড়গ্রামে একটি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী৷ পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলে বসবাসকারী আদিবাসী সমাজের মন জয়ই মমতার এবারের ঝাড়গ্রাম সফরের মূল উদ্দেশ্য৷

আরও পড়ুন: সাক্ষাতই পেলেন না রাজ্যপাল লা গনেশনের! ক্ষুব্ধ শুভেন্দু অগত্যা সচিবের হাতেই দিলেন স্মারকলিপি

ঝাড়গ্রামের সভা থেকেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশের মানুষ একশো দিনের কাজের মতো সামাজিক প্রকল্পের উপরে নির্ভরশীল৷ অথচ সেই প্রকল্পেরই অর্থ বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার৷ ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'এর আগে প্রাপ্য টাকার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুরোধ করে এসেছি৷ এবার কি পায়ে ধরতে হবে? আমাদের টাকা দিতে হবে না হলে গদি ছাড়তে হবে৷ বাংলার বাড়ি তৈরি করছিলাম৷ ৫০ লক্ষ পড়ে আছে, টাকা দিচ্ছে না৷ রাস্তা তৈরির টাকা দেওয়া হচ্ছে না৷ আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷'

advertisement

আরও পড়ুন: 'শাহ ঘোষণা করছেন, নাড্ডা চুপ করে দেখছেন,' বিজেপিকে বেনজির কটাক্ষ অভিষেকের

রাজ্যের প্রাপ্য টাকা না দিয়ে কেন্দ্রীয় সরকার আসলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'আমাকে বলে সব টাকা বন্ধ করে দেবো? আমরাও টাকা বন্ধ করে দিতে পারি৷ একতরফা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছো৷ কেন টাকা দিচ্ছো না? মানুষের জন্য দেশ, নেতার জন্য দেশ নয়৷ তুমি আমার টাকা নিয়ে যাবে আর গরিব মানুষকে দেবে না, এটা তো হয় না৷ এটাকে বলে মানুষকে প্রতারিত করা৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

টাকা বন্ধের জন্য অবশ্য সরাসরি রাজ্যের বিরোধী দল বিজেপি-র দিকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'কিছু বিরোধী দল বাংলার উন্নতি চায় না, বিসর্জন চায়৷ দিল্লিকে লিখে বলে বাংলাকে একশো দিনের টাকা দেবে না৷ বাড়ি তৈরির টাকা দেবে না৷ এটা কি জমিদারির টাকা?'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'আমরাও টাকা বন্ধ করতে পারি!' ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রকে পাল্টা হুঁশিয়ারি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল