সাক্ষাতই পেলেন না রাজ্যপাল লা গণেশনের... ক্ষুব্ধ শুভেন্দু অগত্যা সচিবের হাতেই দিলেন স্মারকলিপি

Last Updated:

৭২ ঘণ্টা কেটে গেলেও, শুভেন্দুকে সময় দেননি রাজ্যপাল। শেষপর্যন্ত নিরুপায় হয়ে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সচিবের কাছেই লিখিত দাবি জমা দিয়ে আসেন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। 

রাজ্যপাল লা গনেশনে ক্ষুব্ধ শুভেন্দু
রাজ্যপাল লা গনেশনে ক্ষুব্ধ শুভেন্দু
#কলকাতা: রাষ্ট্রপতিকে উদ্দেশ্যে করে রাজ্যের এক মন্ত্রীর চটুল মন্তব্য নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে সময়ই পেলেন না বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার, ঘটনার দিনেই মন্ত্রীকে বরখাস্ত করার জন্য মুখ্যমন্ত্রীর ওপর চাপ বাড়াতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চান শুভেন্দু। কিন্তু, ৭২ ঘণ্টা কেটে গেলেও, শুভেন্দুকে সময় দেননি রাজ্যপাল। শেষপর্যন্ত নিরুপায় হয়ে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সচিবের কাছেই লিখিত দাবি জমা দিয়ে আসেন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা।
'অশালীন' মন্তব্যের পাল্টা কৌশল হিসাবে রাজ্যপালের মাধ্যমে রাজ্য সরকারের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি ও আদিবাসী মহিলার প্রতি ' সম্মানহানিকর কটূকথা ' বলার জন্য দলের তরফে মন্ত্রীকে বরখাস্ত করা ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হলেও, শনিবার, শুভেন্দু নিজেই কবুল করেছিলেন, ''মন্ত্রীসভা থেকে অখিলকে সরানো রাজ্যপালের পক্ষে সম্ভব নয়। তবে, আমরা চাই রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন।" শনিবার সংবাদ মাধ্যমে এই দাবি জানালেও, শুভেন্দুকে রাজভবনে ডাকেননি রাজপাল। এতে ক্ষুব্ধ শুভেন্দু রাজভবনে গিয়ে রাজ্যপালের সচিবের হাতেই বিজেপি পরিষদীয় দলের দাবি পত্র দিয়ে আসেন। এরপরেই রাজ্যপালের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, "উনি রাজভবনে নেই৷ তা উনি ইম্ফলে থাকুন বা দিল্লিতে থাকুন। আমরা চাই, ই-মেইলে বা অন্য কোনও ভাবে, কীভাবে জানি না, তবে উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন।"
advertisement
advertisement
রাজ্যপালের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপির সাধারণ সম্পাদক ও বিধায়ক অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা সরসরি বলেন, 'রাজ্যপালের সচিব একটু বেশি কৌশলি হচ্ছেন। এটা আমাদের ভাল লাগেনি।'  রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য জানানোর জন্য তাকেই প্রথমে এগিয়ে দেন শুভেন্দু।
advertisement
সোমবার বিধানসভা থেকে রাজভবনে যাবার আগে, পরিষদীয় দলের কাছে কৌশল স্পষ্ট করতে বিধায়কদের  বিধানসভায় ডেকেছিলেন শুভেন্দু। সূত্রের খবর, সেখানেই বর্তমান রাজ্যপাল লা গনেশন এর কাছে দরবার করা নিয়ে হতাশা ব্যক্ত করেন শুভেন্দু। এই প্রসঙ্গেই উঠে আসে প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপ রাষ্ট্রপতির ভূমিকার সঙ্গে বর্তমান রাজ্যপালের  'সহযোগিতার' নানা প্রসঙ্গ।
advertisement
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে শাসক দলকে বেকায়দায় ফেলতে বিরোধীদল নেতা যেভাবে পদে পদে ধনকরের সহায়তা পেয়েছেন, যেকোনও কারনেই হোক গণেশনের থেকে এখনও তা অধরা৷  সম্প্রতি গণেশনের আমন্ত্রনে তাঁর পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই রাজভবন ও শুভেন্দুর সম্পর্কে তাল কেটেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাক্ষাতই পেলেন না রাজ্যপাল লা গণেশনের... ক্ষুব্ধ শুভেন্দু অগত্যা সচিবের হাতেই দিলেন স্মারকলিপি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement