টেট উর্ত্তীর্ণের তালিকায় মমতা, অমিত শাহ, দিলীপ, শুভেন্দু... তোলপাড় রাজ্য! তালিকার 'সত্যতা' জানাল পর্ষদ

Last Updated:

TET Pass Candidate List: গত ১১ নভেম্বর তালিকা প্রকাশ করা হয় পর্ষদের তরফে। প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রাথীদের নামের তালিকা প্রকাশ করে পর্ষদ। সেই তালিকায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম দেখা যায়। আর সেই তালিকাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

প্রাইমারি টেট তালিকায় রাজনৈতিক নেতারা!
প্রাইমারি টেট তালিকায় রাজনৈতিক নেতারা!
#কলকাতা: ২০১৪ এর প্রাইমারি টেটের যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ দিলীপ ঘোষের মতো নাম দেখা যাচ্ছে সেই তালিকা সঠিক বলেই মেনে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গোটা বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আজ সকালেই পর্ষদের টেকনিক্যাল টিমকে তদন্তের নির্দেশ দেন। তারপর টেকনিক্যাল টিম গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে। খতিয়ে দেখার পর তাদের তরফে পর্ষদকে জানানো হয় যে এই নামগুলো সঠিক অর্থাৎ এই নামেই আবেদন এসেছিল ২০১৪-এর প্রাথমিকের টেটে। এই নামেই আবেদন আসায় ওই নামগুলি তালিকায় এসেছে দাবি পর্ষদ সভাপতির।
হাইকোর্টের নির্দেশে ২০১৪ এর প্রাথমিকের টেটের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ ই নভেম্বর তালিকা প্রকাশ করা হয় পর্ষদের তরফে। প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রাথীদের নামের তালিকা প্রকাশ করে পর্ষদ। সেই তালিকায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম দেখা যায়। আর সেই তালিকাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
এদিকে এই তালিকা প্রকাশ্যে আসতেই নতুন করে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমনকী পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, পর্ষদের তালিকায় নেতানেত্রীদের নামের সাদৃশ্য নাম থাকার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। এমন ঘটনা আগেও ঘটেছে বলেও জানান পর্যবেক্ষকদের একাংশ। তালিকায় দেখা গিয়েছে, ১০০টির বেশি ‘মমতা’ নাম রয়েছে। সেখানে রাজনৈতিক নেতাদের পদবী মিলে যাওয়া নিতান্তই কাকতালীয় হতে পারে। উল্লেখ্য, মমতা ছাড়াও শুভেন্দু, সুজন, দিলীপ নামে একাধিক নাম রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টেট উর্ত্তীর্ণের তালিকায় মমতা, অমিত শাহ, দিলীপ, শুভেন্দু... তোলপাড় রাজ্য! তালিকার 'সত্যতা' জানাল পর্ষদ
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement